ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোখলেছুর রহমান আকন্দ’র নির্দেশে ৩টি ডাকাতি মামলার পলাতক আসামী (আন্তজেলা ডাকাত) গ্রেফতার করেছে পুলিশ।
জানাগেছে, থানার এস আই মুহাম্মদ শামছুল আরফীনের নেতৃত্বে একদল পুলিশ বিশেষ অভিযান চালিয়ে জগন্নাথপুর পৌর এলাকার হবিবপুর (পশ্চিমপাড়া) গ্রামের আব্দুস সালামের ছেলে জিআর নং-৪৯/১৮ (বিয়ানীবাজার), জিআর-২৬৬/০৮ (দক্ষিণ সুরমা), ধারা-৩৯৫/৩৯৭, জিআর-১৮/১৮ (ফেন্সুগঞ্জ), ধারা-৩৯৫/৩৯৭/৪১২ এর পলাতক আসামী এনামুল হক এনামকে (৩৩) গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত ডাকাতি মামলার পলাতক আসামী এনামুল হক এনামকে আজ বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে সুনামগঞ্জ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়।