আজ, , ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সংবাদ শিরোনাম :
«» জগন্নাথপুরে দুই শতাধিক পরিবারে প্রবাসী শায়েস্তা মিয়ার শীতবস্ত্র বিতরণ «» জগন্নাথপুরে বিয়ের ৪ মাস পর গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার «» ভিসা কেন্দ্র বন্ধ হওয়ায় দিল্লীর বিকল্প সুবিধা বাড়ছে ঢাকায় «» নির্বাচনের পর নিজের কাজে ফিরে যাবো: প্রধান উপদেষ্টা «» রাষ্ট্রীয় মর্যাদায় নিজ এলাকায় দাফন করা হবে হারিছ চৌধুরীর লাশ «» মসজিদের টাকা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ৫০ «» দুর্নীতির মহামারী থেকে দেশকে রক্ষার জন্য নৈতিক মূল্যবোধ সম্পন্ন নেতৃত্ব তৈরি করতে হবে- ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি «» ইংলিশ টিচার্স এসোসিয়েশন অব বাংলাদেশ ইউকে শাখার আহবায়ক সুনামগঞ্জের নয়ন «» শান্তিগঞ্জের জয়কলসে বিএনপির কর্মীসভা «» খেলাফত প্রতিষ্ঠার কাজ করে জীবনের শেষ সময়টুকু অতিবাহিত করতে চাই- এড. মাও. শাহীনুর পাশা চৌধুরী





শান্তিগঞ্জে উলামা ঐক্য পরিষদ’র ৬৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের শান্তিগঞ্জের দরগাপাশা ইউনিয়নে উলামা ঐক্য পরিষদ ৬৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। বুধবার( ১১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ভমবমি বাজার’র অফিস কক্ষে
মাওলানা রুহুল আমিন’র সভাপতিত্বে ও মাওলানা জাকারিয়া মাহবুব’র পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত সকলের পরামর্শে ৬৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

 

কমিটির প্রধান উপদেষ্টা মাও. রুহুল আমিন পাইকাপন,
উপদেষ্টা শায়খুল হাদীস মাও. রশিদ আহমদ সিচনী, মাও. আব্দুল খালিক বুড়ুমপুর, মাও. লুৎফর রহমান সিচনী, মাও আব্দুল মুমিন হরিনগর, হাফিজ কামরুজ্জামান ইশাখপুর।

 

কমিটির দায়িত্বশীলরা হলেন, সভাপতি মাও. আব্দুল হামিদ ইশাখপুর, সিনিয়র সহ-সভাপতি মাও. মতিউর রহমান পাইকাপন, সহ-সভাপতি মাও. মুজাহিদ পাইকাপন, মাও. আব্দুল বাসিত ছয়হাড়া, মাও. মাছনুন আহমদ হরিনগর, সাধারন সম্পাদক মাও. আজির উদ্দিন হরিনগর, যুগ্ম-সাধারণ সম্পাদক জাকারিয়া মাহবুব, সহ-সাধারণ সম্পাদক মাও. মাহমুদুল হাসান ফয়জী হরিনগর, মাও. শাহ জাহান পাইকাপন, সাংগঠনিক সম্পাদক আবদুর রহমান জামী, সহ-সাংগঠনিক সম্পাদক আরিফ বিল্লাহ আনসার, হরিনগর, সহ-সাংগঠনিক সম্পাদক হাফিজ মিজানুর রহমান দরগাপাশা, অর্থ সম্পাদক হাফিজ মাওঃ কামরুল ইসলাম দরগাপাশা, প্রচার সম্পাদক হাফিজ মাওঃ মুজাম্মিল হোসাইন, সহ-প্রচার সম্পাদক মাও. নোমান আহমদ পাইকাপন, হাফিজ জাবেদ আহমদ, বুড়ুমপুর, মাও. জহুর আলী শ্রীরামপুর, হাফিজ আদনান হরিনগর, সমাজ কল্যাণ সম্পাদক মাও. জাকারিয়া আল মাহমুদ পাইকাপন, সহ-সমাজ কল্যাণ সম্পাদক হাফিজ মাও. আবু সাইদ হরিনগর, প্রশিক্ষণ সম্পাদক মাও. আব্দুল মঈন নানু হরিনগর, সহ-প্রশিক্ষণ সম্পাদক এখলাছ বিন সফরাজ পাইকাপন, ধর্ম বিষয়ক সম্পাদক মুফতি ইউসুফ আহমদ সিদ্দিকী সিদখাই, সহ ধর্ম বিষয়ক সম্পাদক মাও. আব্দুল্লাহ আল মামুন হরিনগর, সাহিত্য সম্পাদক মাও. সাজ্জাদুর রহমান বুড়ুমপুর, সহ-সাহিত্য বিষয়ক সম্পাদক মাও. শাহীনুর রহমান হরিনগর, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক হাফিজ আবুল হাসনাত বুড়ুমপুর, সহ ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক শাহ আজিজুর রহমান শ্রীরামপুর, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হাফিজ মাওঃ মাহবুবুর রহমান পাইকাপন, সহ শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মাও. মুহিবুর রহমান পাইকাপন, স্বেচ্চাসেবক সম্পাদক মাও. ইব্রাহীম হুজায়ফী হরিনগর, মাও. মুজাম্মিল হরিনগর,
দাওয়া বিষয়ক সম্পাদক মাও. তাইমুল হক পাইকাপন, সহ দাওয়া বিষয়ক সম্পাদক মাও. শরীফ উদ্দিন শ্রীরামপুর তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক হাফিজ মুজাহিদুল ইসলাম আক্তাপারা, সহ তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক হাফিজ রায়হান মুসা হরিনগর, পাঠাগার সম্পাদক মাও. আলী নেওয়াজ হলদারকান্দি, সহ পাঠাগার সম্পাদক মাও. হিফজুর রহমান পাইকাপন, অফিস সম্পাদক মাও. মাহবুবুর রহমান হরিনগর সহ অফিস সম্পাদক মৌ: ফয়জুল ইসলাম শ্রীরামপুর, মৌ: এনামুল হক ইশাখপুর, প্রবাসী বিষয়ক সম্পাদক মাও. সাইফুল ইসলাম লন্ডন প্রবাসী বুড়ুমপুর, সহ প্রবাসী সম্পাদক মাও. বিলাল আহমদ সিদখাই উমান প্রবাসী, হাফিজ জহিরুল ইসলাম হরিনগর সৌদি আরব প্রবাসী, হাফিজ ইয়াহ ইয়া বুড়ুমপুর সৌদি আরব প্রবাসী, হাফিজ ইছানুর সিদখাই কাতার প্রবাসী,
হাফিজ মাহবুব আমরিয়া ইতালী প্রবাসী।

 

কমিটির নির্বাহী সদস্য মাও. শামসুদ্দিন পাইকাপন, মাও. ফজর আলী পাইকাপন, মাও. ফখর আমীন পাইকাপন, হাফিজ জেনাউর রহমান হরিনগর, হাফিজ জহিরুল হক সিদখাই, হাফিজ জাকওয়ান হরিনগর, মাও. আবুল কালাম আক্তাপারা, হাফিজ তাহরীম হরিনগর, হাফিজ নোমান ইশাখপুর, মাও. ইউসুফ আহমদ ইশাখপুর, হাফিজ নোমান ইশাখপুর।

এখানে ক্লিক করে শেয়ার করুণ