আজ, , ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সংবাদ শিরোনাম :
«» দুর্নীতির মহামারী থেকে দেশকে রক্ষার জন্য নৈতিক মূল্যবোধ সম্পন্ন নেতৃত্ব তৈরি করতে হবে- ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি «» ইংলিশ টিচার্স এসোসিয়েশন অব বাংলাদেশ ইউকে শাখার আহবায়ক সুনামগঞ্জের নয়ন «» শান্তিগঞ্জের জয়কলসে বিএনপির কর্মীসভা «» খেলাফত প্রতিষ্ঠার কাজ করে জীবনের শেষ সময়টুকু অতিবাহিত করতে চাই- এড. মাও. শাহীনুর পাশা চৌধুরী «» ওয়াজ মাহফিল নিয়ে একটি পক্ষের ফায়দা হাসিলের চেষ্টা «» বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুই সন্তানের জননীর অনশন «» কথা বলব ভেবে চিন্তে «» বিশ্বনাথে দেবরের বিরুদ্ধে ভূমি দখলের অভিযোগ ভাবির «» শায়খুল হাদিস রাহ. আজীবন খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে সংগ্রাম করে গেছেন- মাওঃ নুরুদ্দিন «» শান্তিগঞ্জে স্থাপিত হচ্ছে বিয়াম ল্যাবরেটরি স্কুল: আনুষ্ঠানিক ভাবে ২ কোটি টাকা মূল্যের জায়গা দান করলেন ডা. আবু সাঈদ ও তাঁর সহধর্মিণী ডা. সুলতানা





ব্রিটেনের ভ্রমণ ভিসায় প‌রিবর্তন

ডেস্ক রিপোর্ট :: ব্রিটিশ ও আইরিশ নাগরিক ছাড়া বাংলাদেশিসহ যুক্তরাজ্যে ভ্রমণ ইচ্ছুক সবার বর্ধিত ভ্রমণ ভিসা প্রকল্পের অধীনে ব্রিটে‌নে প্রবেশের অনুমতির প্রয়োজন হবে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী এ ঘোষণা দি‌য়েছেন। হোম সেক্রেটারি ইভেট কুপার ঘোষণা দি‌য়েছেন, চল‌তি বছ‌রের নভেম্বর থেকে কয়েকটি দেশের পর্যটকদের ভিসা ছাড়াই যুক্তরাজ্যে প্রবেশের জন্য দশ পাউন্ড ফি দিতে হবে। যুক্তরাজ্যের আগের সরকার বৈধ বসবাসের অধিকার বা ভিসা ছাড়াই যুক্তরাজ্যে প্রবেশ বা ট্রানজিট করা লোকদের জন্য গত বছর ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন-ইটিএ সিস্টেম চালু করেছিল। ইটিএ বর্তমানে কাতার, বাহরাইন, কুয়েত, ওমান, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব এবং জর্ডানের নাগরিকদের জন্য প্রযোজ্যি। কিন্তু, নভেম্বর থেকে এটি ইউরোপীয় ব্যতীত অন্য সকল নাগরিকদের জন্য প্রযোজ্য হবে। আগামী বছ‌রের মার্চ মাস থে‌কে এটি ইউরোপীয় নাগরিকদের জন্য আও প্রসারিত হবে।

 

মাইগ্রেশন এবং সিটিজেনশিপমন্ত্রী সীমা মালহোত্রা বলেছেন, ডিজিটাইজেশন প্রতি বছর সীমান্ত দিয়ে ব্রিটে‌নে আসা লক্ষাধিক পর্যটকদের জন্য একটি নতুন অভিজ্ঞতা তৈরি করে। আমরা যুক্তরাজ্যে পর্যটকদের আন্তরিকভাবে স্বাগত জানাই। তারা আমাদের পর্যটনে ৩২ বিলিয়নেরও বেশি অবদান রাখবেন। ইটিএ’র বিশ্বব্যাপী সম্প্রসারণ নতুন প্রযুক্তি এবং আধুনিক অভিবাসন ব্যবস্থা যুক্ত করার মাধ্যমে নিরাপত্তা বাড়ানোর জন্য আমাদের প্রতিশ্রুতি নি‌শ্চিত ক‌রে।

 

হোম অফিসের একজন মুখপাত্র বলেছেন, যুক্তরাজ্য সরকার গ্লোবাল এয়ারলাইন, মেরিটাইম এবং রেল ক্যারিয়ারের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করে চলেছে, যারা আমাদের ডিজিটাইজেশন প্রোগ্রামের সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন নিয়মের কারণে জর্ডানের নাগরিকরা আর ইটিএ নিয়ে যুক্তরাজ্যে ভ্রমণ করতে পারবে না। ত‌বে এমন ভ্রমণকারীদের জন্য চার সপ্তাহের ট্রানজিশন পিরিয়ড থাকবে যারা ইতোমধ্যেই একটি ই‌টিএ নি‌য়ে ভ্রমণের বুকিং নিশ্চিত করেছেন৷

এখানে ক্লিক করে শেয়ার করুণ