নিজস্ব প্রতিবেদক :: সিলেট জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির ছাত্র আবদুল্লাহ আহমদ জিয়াদ মঙ্গলবার থেকে নিখোঁজ রয়েছে। দুপুরে বাসা থেকে বের হয়ে সে আর ফিরেনি। জিয়াদ সিলেট নগরীর শাহপরাণ (রহ.) থানার দাসপাড়া নোয়াগাঁও এর বাসিন্দা ডা. জান্নাতুল ফেরদৌস (মুন্না) ও ডা. বাবর তালুকদারের বড় ছেলে। তার বয়স ১৬ বছর। গায়ের রঙ ফর্সা। উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি। নিখোঁজ হওয়ার সময় তার পরণে ছিল কালো গেঞ্জি ও জিন্স প্যান্ট। নিখোঁজের ঘটনায় মা জান্নাতুল ফেরদৌস মঙ্গলবার শাহপরাণ (রহ.) থানায় সাধারণ ডায়েরি করেছেন। সাধারণ ডায়রি নং-৫৩৫।
কোন সহৃদয়বান ব্যক্তি জিয়াদের সন্ধান পেলে 01714129755, 01616466456 অথবা 01717543694 নাম্বারে ফোন করতে অথবা নিকটস্থ থানায় খবর দিতে জিয়াদের পরিবার অনুরোধ জানিয়েছেন।