আজ, , ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সংবাদ শিরোনাম :





শিক্ষা ব্যবস্থার মধ্যে নৈতিক শিক্ষার খুবই অভাব- ছাত্র মজলিস

নিজস্ব প্রতিবেদক :: বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর শাখার সহযোগী সদস্য প্রার্থী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ সেপ্টেম্বর) সিলেট মহানগর ছাত্র মজলিস মিলনায়তনে কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট মহানগরীর সভাপতি লিটন আহমদ জুম্মানের সভাপতিত্বে ও শাখা সেক্রেটারি মোঃ মিজানুর রহমানের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রাক্তন কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ শাহীন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বর্তমান শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে সব শিক্ষা দেওয়া হয়, তা অধিকাংশ ক্ষেত্রেই বাস্তবতা ও নৈতিকতা বিবর্জিত। আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে নৈতিক শিক্ষার খুবই অভাব। এ ধরনের শিক্ষা ব্যবস্থার সংস্কার করে তাতে দ্বীনি শিক্ষা ও বাস্তবধর্মী শিক্ষার ব্যবস্থা করতে পারলেই, যুব সমাজের অবক্ষয় রোধ করা সম্ভব। যুব সমাজের অবক্ষয় রোধে সঠিক আকীদা, হারাম হালাল, মানুষের সাথে লেন-দেন, পারিবারিক জীবন ব্যবস্থা, আচার-ব্যবহার ইত্যাদি নৈতিক শিক্ষার ব্যবস্থা করা বর্তমানে সময়ের অন্যতম দাবী।

 

সহযোগী সদস্য প্রার্থী সমাবেশে শুরুতে দারসুল কোরআন পেশ করেন সংগঠনের সাবেক হাটহাজারি মাদারসার সভাপতি মুফতি শফি কামরান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট পশ্চিম জেলা ছাত্র মজলিসের সভাপতি ইমদাদুল হক ইমরান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলন, ছাত্র মজলিস সিলেট মহানগরীর প্রশিক্ষণ সম্পাদক সাজিদুর রহমান, ছাত্রকল্যাণ সম্পাদক খালেদ আহমদ, পাঠাগার সম্পাদক আব্দুল মুকিত, দক্ষিণ সুরমা পশ্চিম সভাপতি জুয়েল আহমদ, মদন মোহন কলেজ সভাপতি মিসবাহ আহমদ জয়, মাদ্রাসা বিভাগ সভাপতি জুবায়ের নাবিল, শায়খুল হাদীস রহঃ জোন সভাপতি আব্দুল ওয়াদুদ, স্কুল বিভাগ সভাপতি মাহমুদ সিদ্দিকী, শাহ জালাল জোন সভাপতি জিয়াউর রহমান আল-মুমিন প্রমুখ।

এখানে ক্লিক করে শেয়ার করুণ