জগন্নাথপুরে সাজাপ্রাপ্ত ও হত্যা মামলার আসামিসহ গ্রেফতার ৩
- Update Time : ০৪:৫৫:০৩ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫
- / ৭ বার নিউজটি পড়া হয়েছে
{"msource":{"from":"Gallery"},"tools_used":{"crop":0,"free_crop":0,"shape_crop":0,"selection":0,"clone":0,"motion":0,"stretch":0,"curves":0,"adjust":0,"enhance":0,"resize":0,"flip_rotate":0},"total_effects_time":0,"total_editor_time":73058,"total_drawing_time":0,"total_effects_actions":0,"effects_applied":0,"total_editor_actions":{"frame":0,"mask":0,"sticker":0,"clipart":0,"lensflare":0,"callout":0,"border":0,"text":0,"shape_mask":0},"draw":{"layers_used":0,"total_draw_actions":0},"photos_added":1}
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনজার্জ (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞাঁর নির্দেশে পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত ও হত্যা মামলার আসামিসহ ৩জনকে গ্রেফতার করেছে পুলিশ। জগন্নাথপুর থানার এসআই মোহাম্মদ সাকিব হোসেন, এসআই শাহ আলম, এসআই মোঃ লুৎফুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ পৃথক অভিযান চালিয়ে জগন্নাথপুর পৌর এলাকার হবিবপুর (শাহপুর) গ্রামের আব্দুস সামাদের ছেলে জিআর-১৫৯/২১ এর (ছাতক) থানার দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ ময়নুল হক (২৮), জগন্নাথপুর- ওসমানীনগরের উত্তর কালনীরচর গ্রামের আকাইদের ছেলে হত্যা মামলার এজাহারনামীয় আসামী ইমন (২৮), উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের আলমপুর গ্রামের মৃত আব্দুর রহিম তালুকদারের ছেলে জগন্নাথপুর থানার মামলা নং-১৬-এর এজাহারনামীয় আসামী টিপু মিয়াকে (৫২) গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদেরকে আজ বুধবার (২৫ জুন) বিকেলে পুলিশ প্রহরায় সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।




























