নিজস্ব প্রতিবেদক :: খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা শাখার ষান্মাসিক শুরা অধিবেশন আজ বুধবার (৪ সেপ্টেম্বর) সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত হয়েছে। জেলা সভাপতি মাওলানা ইমাম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সিলেট জোন সহকারী পরিচালক অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল হান্নান। সাধারণ সম্পাদক মাওলানা আখতার হোসাইনের পরিচালনায় অধিবেশনে দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি সাখাওয়াত হোসেন মোহন, মাওলানা ছদরুল আমীন, মোঃ মোস্তফা কামাল, মাওলানা আকিক হোসাইন, মাওলানা খলিল আহমদ, সহ-সাধারণ সম্পাদক মাওলানা বুরহান উদ্দিন, মাওলানা নূরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা আখতার হুসাইন আতিক, অফিস সম্পাদক ও সুনামগঞ্জ পৌর সভাপতি মাওলানা আলী খান, প্রচার সম্পাদক ও শান্তিগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা নূরুল ঈমান, দাওয়াহ বিষয়ক সম্পাদক ও জেলা শ্রমিক মজলিসের আহবায়ক মাওলানা ফারুক আহমদ, সমাজ কল্যাণ সম্পাদক ও তাহিরপুর উপজেলা সভাপতি মাওলানা আব্দুস শহীদ, উলামা বিষয়ক সম্পাদক ও জগন্নাথপুর উপজেলা সভাপতি হাফিজ মাওলানা জামিলুল হক আমিনী, সহ-উলামা বিষয়ক সম্পাদক ও সুনামগঞ্জ সদর উপজেলা সভাপতি মাওলানা শুয়াইবুর রহমান, ছাতক উপজেলা সভাপতি মাওলানা আবুল হাসনাত, ছাতক পৌর সভাপতি মাওলানাঅ জহির আহমদ, জামালগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা আলী আকবর, ছাতক উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা জসিম উদ্দিন, সুনামগঞ্জ সদর উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা সুহেল আহমদ, দোয়ারা বাজার উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা জাকির হোসেন সাঈদ, শান্তিগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা রশীদ আহমদ, বিশ্বম্ভপুর উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা মুজিবুর রহমান, শ্রমিক মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা আতাউল হক, জেলা যুব মজলিসের সাধারণ সম্পাদক শাহ কামাল সাজু, ছাত্র মজলিস সুনামগঞ্জ জেলা সভাপতি মোঃ আবদুর রহমান, জেলা শ্রমিক মজলিসের সদস্য সচিব মোঃ জহুরুল ইসলাম প্রমূখ।
অধিবেশনে দারসে কুরআন, শাখা ষান্মাসিক রিপোর্ট পেশ- পর্যালোচনা, জেলা রিপোর্ট পেশ- পর্যালোচনা, সার্কুলার পাঠ সহ সেপ্টেম্বর ২০২৪ কেন্দ্র ঘোষিত দাওয়াত- গণসংযোগ ও সাংগঠনিক মাস উপলক্ষে পরিকল্পনা গ্রহণ কর্মসূচির অন্তর্ভুক্ত ছিল।