ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় এক যুবক আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে, উপজেলার পাটলি ইউনিয়নে।
জানা গেছে, উপজেলার পাটলি ইউনিয়নের রসুলগঞ্জ- মইজপুর গ্রামের মৃত ফজলুল করিমের ছেলে নুরুল ইসলাম ও একই ইউনিয়নের দরিকুনঞ্জনপুর গ্রামের ছুফি মিয়ার ছেলে লিটন মিয়ার মধ্যে পূর্ব বিরোধের জের ধরে আজ সোমবার (২৬ আগস্ট) সন্ধা সাড়ে ৬টার দিকে লাউতলা পয়েন্টে প্রতিপক্ষ লোকজনের হামলায় লিটন মিয়া (২২) আহত হয়েছেন। হামলায় আহত লিটন মিয়াকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা যায়।