ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার হরতালের কোনো প্রভাব দেখা যায়নি। হরতালের ২য় দিন ছিল আজ সোমবার (২০ নভেম্বর) প্রতি দিনের মতো সব ধরনের গাড়ি চলাচল করেছে। হরতাল পালনে বিএনপির নেতাকর্মীকে মাঠে দেখা যায়নি। জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে, নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ গ্রেফতারকৃত নেতাকর্মীকে মুক্তি দিতে সরকারের ওপর চাপ সৃষ্টি করতে সারাদেশে বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার হরতালের কোনো প্রভাব জগন্নাথপুর উপজেলায় দেখা যায়নি। প্রতি দিনের মতোই ছোট-বড় সব ধরনের গাড়ি চলাচল করেছে। এবং সব ধরনের অফিসসহ দোকানপাট খোলা ছিল। উপজেলার কোথাও বিএনপি ও সমমনা দলের কোনো নেতাকর্মীকে হরতাল পালনে মাঠে দেখা যায়নি।