আজ, , ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সংবাদ শিরোনাম :
«» সুনামগঞ্জের হাওরে নতুন বছরের স্বপ্ন: পরিষ্কার নদী,পরিচ্ছন্ন আকাশ ও নবায়নযোগ্য শক্তি” শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত «» খুলে দেওয়া হলো সিলেটের সব পাথর কোয়ারি «» সাবেক মন্ত্রী মান্নানসহ অনেককে জেল খাটানো মামলায় আপসনামা «» স্বামী-সতীনের বিরুদ্ধে তরুণীর মামলা «» বিশ্বে সর্বোচ্চ অপরিণত শিশুর জন্ম বাংলাদেশে «» নৌপথে চাঁদাবাজীর প্রতিবাদে সুনামগঞ্জে প্রতিবাদ সভা «» ছাতকে ছাত্র-ছাত্রীদের মধ্যে বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ «» ৫০ পুলিশ সুপারসহ ৭৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি «» পরকীয়া সন্দেহে স্ত্রীকে হ ত্যা : থানায় স্বামীর আত্মসমর্পন «» সিলেটে আজহারির মাহফিল শেষে ৩৩ জিডি, আটক ১০





সিলেটে আজহারির মাহফিল শেষে ৩৩ জিডি, আটক ১০

ডেস্ক রিপোর্ট :: সিলেট নগরীর এমসি কলেজ মাঠে ড. মিজানুর রহমান আজহারীর মাহফিলে অংশ নিতে গিয়ে মোবাইল ফোন হারিয়ে যাওয়ার ঘটনায় থানায় ৩৩টি সাধারণ ডায়েরি (জিডি) ও দুটি মামলা করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে চার নারী ও ছয় পুরুষকে আটক করেছে পুলিশ। শনিবার (১১ জানুয়ারি) রাতে আনজুমানে খেদমতে কোরআন সিলেট আয়োজিত সিলেট এমসি কলেজ মাঠে তিন দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল সম্পন্ন হয়েছে। সমাপনী দিনে বয়ান পেশ করেন জনপ্রিয় ইসলামি বক্তা ড. মাওলানা মিজানুর রহমান আজহারী। এদিন তার বয়ান শুনতে লাখ লাখ মানুষ এমসি কলেজ মাঠে জড়ো হন। পুলিশ জানায়, মাহফিলে আসাদের মোবাইলফোন ও স্বর্ণ চুরির ঘটনায় থানায় ৩৩টি সাধারণ ডায়েরি (জিডি) করেন ভুক্তভোগীরা। সাধারণ ডায়েরি সূত্র ধরে তাদের আটক করা হয়। আটকদের মধ্যে চার নারীকে স্বর্ণ ও ছয় পুরুষকে মোবাইল চুরির ঘটনায় আটক করা হয়েছে। সিলেট মেট্রোপলিটন অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, তিন দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের শেষ দিনে মোবাইল ফোন খোয়া যাওয়ার ঘটনায় এ পর্যন্ত সিলেট শাহপরাণ থানায় ৩৩টি জিডি ও দুটি চুরির মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় আটক হয়েছেন ১০ জন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ