নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের জগন্নাথপুরে আদর্শ নাগরিক গঠনে ইসলামী শিক্ষার গুরুত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে পৌর এলাকার হবিবপুরে মাদীনাতুল খাইরী আল ইসলামীর চেয়ারম্যান শায়খ মাওলানা ফয়েজ আহমদের সভাপতিত্বে, বাংলাদেশ খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক হাফিজ সৈয়দ জয়নুল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুর রহমান সাজাওয়ারের যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইমাম মাওলানা ফরিদ আহমদ খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসে সদ্য যোগদানকারী এডভোকেট মাওলানা শাহিনুর পাশা চৌধুরী, কেন্দ্রীয় জমিয়তের যুগ্ম মহাসচিব ড. মাওলানা শুয়েব আহমদ, ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা রুহুল আমিন সাদী, শায়খ মাওলানা আব্দুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় শুরা সদস্য মাওলানা নূরউদ্দিন আহমদ, মাওলানা শাহ নুর আহমদ, মাওলানা সৈয়দ আমিরুল ইসলাম, মাওলানা শায়েখ ওয়ারিছ উদ্দীন, মাওলানা সৈয়দ সাহিদ আহমদ, মাস্টার আবু হুরায়রা ছাদ, মাওলানা নুরুল আলম খান জাহাঙ্গীর, ডা. মাওলানা আতাউর রহমান, শান্তিগঞ্জ উপজেলা খেলাফত মজিলের সভাপতি মাওলানা কাজী জমিরুল ইসলাম মমতাজ, নির্বাহী সভাপতি মাওলানা ছমির উদ্দীন সালেহ, মাওলানা উমর ফারুক, মাওলানা রমিজ উদ্দীন প্রমূখ। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মাঝে শায়েখ মাওলানা ফয়েজ আহমদের পক্ষ থেকে ডায়েরী প্রদান করা হয়।
জগন্নাথপুরে আদর্শ নাগরিক গঠনে ইসলামী শিক্ষার গুরুত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
৯ জানুয়ারি ২০২৫, ১১:০৮ অপরাহ্ন |
পোস্টটি ৫৫ বার পড়া হয়েছে