নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইতালী শাখার উদ্যোগে, শতাধিক হতদরিদ্র শীতার্ত পরিবারের মাঝে শীত উপহার বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার (১০ জানুয়ারি) বিকাল ৪টায় উপজেলার শিমুলবাক ইউনিয়নের জিবদাড়া বাজারে শীত উপহার বিতরণ অনুষ্ঠানে, সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি মো. শহিদুল ইসলাম’র সভাপতিত্বে, সাপ্তাহিক বৈচিত্র্যময় সিলেট পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক নুর উদ্দিন রাসেল’র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন, সুনামগঞ্জ জেলা জজ কোর্টের সহকারী পাবলিক প্রসিকিউটর এডভোকেট জয়শ্রী দেব বাবলী। বিশেষ অতিথির বক্তব্য দেন, সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের সুনামগঞ্জ জেলা শাখার আহ্বায়ক মাহিদুল ইসলাম রাজীব, কেন্দ্রীয় কমিটির (ইতালী) যুগ্ম-আহ্বায়ক আতিকুর রহমান আতিক, সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের সিনিয়র সদস্য সুলতানা জান্নাত, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ, সাধারণ সম্পাদক সোহেল তালুকদার, সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন সুনামগঞ্জ জেলা শাখার সদস্য লিটন মিয়া, পাবেল আহমেদ, রহিম উদ্দিন, আল জাবের, সাতগাঁও জিবদ্বারা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এনামুল হক, জিবদ্বারা গ্রামের সমাজসেবী আজমত শাহ প্রমূখ। সভায় কোরআন তেলাওয়াত করেন, হাদিউল ইসলাম শাহরিয়ার।
শান্তিগঞ্জে শীতার্ত মানুষের মধ্যে শীত উপহার বিতরণ
১০ জানুয়ারি ২০২৫, ৭:৪১ অপরাহ্ন |
পোস্টটি ৮৮ বার পড়া হয়েছে