আজ, , ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সংবাদ শিরোনাম :





গাজীপুরের মাওনায় আজকালের আলো সাহিত্য সম্মাননা প্রদান অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :: আলো মিডিয়া গ্রুপ কতৃক পরিচালিত অনলাইন নিউজ পোর্টাল আজকালের আলোর সাহিত্য সম্মাননা ২০২৪ অনুষ্ঠান গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনায় অবস্থিত বাঙ্গালীয়ানা রেস্টুরেন্টে আজ শুক্রবার সকাল ১০ ঘটিকায় অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আইনজীবী, মানবাধিকার কর্মী, কবি ও সাহিত্যক ডক্টর মোঃ বদরুল আলম সোহাগ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ মুকুল হোসাইন
সাহিত্যানুরাগী ও এরিয়া ম্যানেজার (দ্যা একমি ল্যাবরেটরিজ লিঃ) মাওনা চৌরাস্তা। সভাপতিত্ব করেন আলো মিডিয়া গ্রুপ এর প্রতিষ্ঠাতা পরিচালক আহমেদ হোসাইন ছানু। প্রধান অতিথির বক্তব্যে ডক্টর মোঃ বদরুল আলম সোহাগ উপস্থিত সবাই কে ধন্যবাদ জানিয়ে বলেন আজকের এই বিশেষ দিনে, আজকালের আলো সাহিত্য সম্মাননা-২০২৪-এর প্রধান অতিথি হিসেবে আমাকে আমন্ত্রণ জানিয়ে সম্মানিত করায় আয়োজকদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই। এটি আমার জন্য গভীর আনন্দ ও গর্বের বিষয় যে, এমন একটি মঞ্চে উপস্থিত হতে পেরেছি যেখানে সাহিত্য, সংস্কৃতি ও সৃজনশীলতার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। আমাদের সমাজের মানসিক ও সাংস্কৃতিক বিকাশে সাহিত্যের ভূমিকা অপরিসীম। সাহিত্যের মাধ্যমেই আমরা মানবিক মূল্যবোধ, চিন্তা ও সৃষ্টিশীলতার সমৃদ্ধি ঘটাই। “আজকালের আলো” এই প্রয়াসে যে ভূমিকা পালন করছে, তা অত্যন্ত প্রশংসনীয়। আজকের এই সম্মাননা অনুষ্ঠানে যাঁরা সাহিত্য ও সৃষ্টির ভুবনে বিশেষ অবদান রেখেছেন, তাঁদের সকলকে আমি অভিনন্দন জানাই। তাঁদের কর্ম আমাদের অনুপ্রাণিত করে, ভবিষ্যৎ প্রজন্মের জন্য পথপ্রদর্শক হিসেবে কাজ করে। পরিশেষে, আমি আবারও আয়োজকদের ধন্যবাদ জানাই আমাকে এখানে আসার সুযোগ দেওয়ার জন্য। এই অনুষ্ঠানের সার্বিক সাফল্য কামনা করছি এবং আশা করি “আজকালের আলো” আগামী দিনেও সাহিত্য ও সংস্কৃতির প্রসারে একইভাবে আলোকিত পথ প্রদর্শন করবে। সম্মাননা প্রাপ্তরা হলেন, কবি ও শিক্ষক আসাদুজ্জামান খান মুকুল, কবি শিশু সাহিত্যিক ও সংগঠক হানিফ রাজা, কবি ও সংগঠক শাহজালাল সুজন, কবি ফাতেমা আক্তার, কবি কামাল মাহমুদ জয়, কবি মহসিন আলম মুহিন।আরও উপস্থিত ছিলেন কবি ও সংগঠক, মোহাম্মদ শামীম মিয়া, কবি ও সংগঠক, মোঃ শাহ আলম বিল্লাল, সমাজ সেবক ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ রুহুল আমিন। অনুষ্ঠানে উপস্থিত কবিদের স্ব-রচিত কবিতা আবৃত্তি, সাহিত্যের বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও বক্তৃতা, কফি আড্ডা, এবং দুপুরের খাবার শেষে সবাই মিলে প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে সম্মাননা স্বারক তুলে দেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ