আজ, , ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সংবাদ শিরোনাম :





হেফাজতে ইসলামের আমিরসহ শীর্ষ ১২ আলেমের বিরুদ্ধে মামলা

ডেস্ক রিপোর্ট :: তাবলীগ জামায়াতের এক পক্ষের আমির মাওলানা সাদ কান্ধলভীর বিরুদ্ধে বিভিন্ন ধরনের মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে হেফাজতে ইসলামের আমীর মাওলানা মহিবুল্লাহ বাবুনগরীসহ দেশের শীর্ষ ১২ আলেমের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয়েছে। এ মামলাটি দায়ের করেন মো: যুবায়ের হোসেন নামে মাওলানা সাদের একজন অনুসারী। সোমবার (২রা ডিসেম্বর) বাদীর আইনজীবী খান মু: মোরশেদ মামলার বিষয়টি নিশ্চিত করেন। মামলার অন্যান্য বাদীরা হলেন, বাইতুল মোকাররমের খতীব মুফতি মোহাম্মদ আব্দুল মালেক, ঢাকা মহানগর হেফাজতে ইসলামের সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব, মাওলানা শাহরিয়ার মাহমুদ, মাওলানা মাহফুজুল হক, মাওলানা আব্দুল আউয়াল, ইন্জিনিয়ার মাহফুজুল হান্নান মান্না, মাওলানা আব্দুল হামিদ মধুপুরী, মাওলানা নুরুল ইসলাম ওলীপুরী, মুফতি জাফর আহমেদ ও লোকমান আজহারী। অভিযোগে বলা হয়, গত ৫ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে মাওলানা সাদ সম্পর্কে উদ্ধেশ্যপ্রণোদীতভাবে মানহানিকর, মিথ্যা তথ্য ছড়ানো হয়েছে। যার কারনে একজন স্বনামধন্য আলেমের সম্মান হানি হয়েছে। যা আর্থিক বিচারে ৫০০(পাঁচশত) কোটি টাকার ক্ষতি সাধিত হয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ