আজ, , ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সংবাদ শিরোনাম :
«» জগন্নাথপুরে মতবিনিময় ও সংবর্ধনায় দুর্নীতিমুক্ত পৌরসভা গড়তে সবার সহযোগিতা চাই- জয়নাল আবেদীন «» জগন্নাথপুরে ইয়াবা ও গাঁজাসহ পৃথক অভিযানে গ্রেফতার- ৪ «» জমিয়তকে এগিয়ে নিতে প্রতিটি স্তরে আরো জনপ্রতিনিধি তৈরী করতে হবে মাওঃ জয়নাল আবেদীন «» ছাত্র মজলিস বড়লেখায় ছাত্র সমাবেশে শিক্ষা ব্যবস্থায় ইসলামী শিক্ষা সংযুক্তি করার জোর দাবি- সাবেক কেন্দ্রীয় সভাপতি আবুল কাশেম «» তিন পর্বে বিশ্ব ইজতেমা, দ্রুত চলছে ময়দান প্রস্তুতির কাজ «» নিলামে উঠছে সাবেক ২৪ এমপির গাড়ি «» জগন্নাথপুরে যুবলীগ নেতাসহ গ্রেফতার- ২ «» মোঃ আব্দুর রউফ: আজীবন শিক্ষক «» শান্তিগঞ্জে বিয়াম ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ের উদ্বোধন «» জগন্নাথপুরে ইসলামপুর মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন সম্পন্ন: গ্রামবাসীর বহুদিনের স্বপ্ন পূরণ





অগ্নিকান্ডে ৬টি বসতঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিবেদক :: বৈদ্যুতিক সট-সার্কিট থেকে সংগঠিত অগ্নিকান্ডে সিলেটের বিশ্বনাথে উপজেলার রামপাশা ইউনিয়নের নওধার মাঝপাড়া গ্রামের ৬টি পরিবারের বসতঘর পুড়ে প্রায় ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হওয়ার অভিযোগ পাওয়া গেছে। রোববার (১ ডিসেম্বর) সকালে সংগঠিত অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে উপজেলা প্রশাসনের পক্ষ শুকনো খাবার প্রদান করা হয়েছে। এরপূর্বে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা প্রশাসক সুনন্দা রায় এবং সহকারী কমিশনার (ভূমি) ও পৌরসভা-রামপাশা ইউনিয়ন পরিষদের প্রশাসক আলাউদ্দিন কাদের। এসময় তারা ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে সরকারের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা প্রদান করা হবে বলে আশ্বস্থ করেন। আর এবিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন রামপাশা ইউনিয়ন পরিষদের স্থানীয় মেম্বার মখন মিয়া। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার রামপাশা ইউনিয়নের নওধার মাঝপাড়া গ্রামের সুমন মিয়া কক্ষে বৈদ্যুতিক সট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে সুমনের পার্শ্ববতি বসতঘরগুলোও পুড়িয়ে দেয়। এতে সুমনের বসতঘর ছাড়াও ক্ষতিগ্রস্থ হয় মৃত আব্দুন নূরের পুত্র ইলিয়াস আলী, তার সৎমা করফুলা বেগম, ভাই মৃত আপ্তাব আলীর বসতঘর। ফায়ার সার্ভিসের একদল কর্মী ও স্থানীয় লোকজন যৌথভাবে প্রায় ২ ঘন্টা প্রচেষ্ঠা করে আগুন নেভাতে সক্ষম হন। আগুন নেভানোর পূর্বেই ৪টি আধাপাকা ঘর’সহ ৬টি বসতঘর পুড়ে ছাই হয়ে প্রায় ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বিশ্বনাথ উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আকরামুল ইসলাম বলেন, অগ্নিকান্ডের সংবাদ পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে গিয়ে ২০ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এরপর পুরোপুরি আগুন নেভাতে প্রায় ২ঘন্টা সময় লাগে। অগ্নিকান্ডে ৬ পরিবারের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ