ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোখলেছুর রহমান আকন্দ’র নির্দেশে থানার এস আই শামছুল আরেফীন ও এসআই মোহাম্মদ সাকিব আহমদের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছেন, উপজেলার পাইলগাও ইউনিয়নের কদমতলী গ্রামের জামিল হোসেনের ছেলে মাহবুব হোসেন (২০), মৃত আঃ মন্নানের ছেলে বাবলু মিয়া (২০), মৃত আলাল মিয়ার ছেলে তামিম আহমদ (১৯)। থানা পুলিশ জানায়, পুলিশের অভিযানে এক কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় সাদা রংয়ের প্রাইভেট একটি কারও আটক করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদেরকে আজ সোমবার (২ ডিসেম্বর) পুলিশ পাহারায় সুনামঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
জগন্নাথপুরে প্রাইভেট কারসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার
২ ডিসেম্বর ২০২৪, ৬:৫৭ অপরাহ্ন |
পোস্টটি ২৬৪ বার পড়া হয়েছে