আজ, , ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সংবাদ শিরোনাম :





জগন্নাথপুরে অফিস ভাংচুরে আ.লীগের তিন নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ

ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে ইউনিয়ন বিএনপির কার্যালয় ভাংচুর ও অগ্নিসংযোগের মামলায় আওয়ামী লীগের ৩ নেতার জামিন মঞ্জুর না করে জেল হাজতে পাঠিয়েছে বিজ্ঞ আদালত। আসামিরা হলেন, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আবদুল কাইয়ুম মশাহিদ, মিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান আতিক, মিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিব খান। জানা গেছে, উপজেলার মিরপুর বাজারে ইউনিয়ন বিএনপির কার্যালয় গত ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে ৪৯ জনকে আসামি করে ১৯ নভেম্বর জগন্নাথপুর থানায় মামলা দায়ের করেন ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুন নুর। বিএনপির কার্যালয় ভাংচুর ও অগ্নিসংযোগের মামলায় সোমবার (২ ডিসেম্বর) সুনামগঞ্জ আদালতে জামিনের জন্য হাজির হলে আদালতের বিচারক জামিন মঞ্জুর না করে তাদেরকে জেল হাজতে পাঠানোর নির্দেশ প্রদান করেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ