ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে ইউনিয়ন বিএনপির কার্যালয় ভাংচুর ও অগ্নিসংযোগের মামলায় আওয়ামী লীগের ৩ নেতার জামিন মঞ্জুর না করে জেল হাজতে পাঠিয়েছে বিজ্ঞ আদালত। আসামিরা হলেন, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আবদুল কাইয়ুম মশাহিদ, মিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান আতিক, মিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিব খান। জানা গেছে, উপজেলার মিরপুর বাজারে ইউনিয়ন বিএনপির কার্যালয় গত ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে ৪৯ জনকে আসামি করে ১৯ নভেম্বর জগন্নাথপুর থানায় মামলা দায়ের করেন ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুন নুর। বিএনপির কার্যালয় ভাংচুর ও অগ্নিসংযোগের মামলায় সোমবার (২ ডিসেম্বর) সুনামগঞ্জ আদালতে জামিনের জন্য হাজির হলে আদালতের বিচারক জামিন মঞ্জুর না করে তাদেরকে জেল হাজতে পাঠানোর নির্দেশ প্রদান করেন।
জগন্নাথপুরে অফিস ভাংচুরে আ.লীগের তিন নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ
৩ ডিসেম্বর ২০২৪, ৪:১৪ পূর্বাহ্ন |
পোস্টটি ৩৪৭ বার পড়া হয়েছে