ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে ছানার মিয়া (৩৬) নামের এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। সে উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের পূর্ব বুধরাইল (নোয়াগাও) গ্রামের মৃত তবারক আলীর ছেলে। বৃহস্পতিবার সকালে খবর পেয়ে থানার এস আই মোহাম্মদ সাকিব হোসেনসহ একদল পুলিশ লাশ উদ্ধার করে। জানা গেছে, ছানার মিয়া দুইদিন নিখোঁজ ছিলেন, তিনি একজন মানসিক রোগী। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে অবশেষে দুই দিন পর আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) গলায় রশি দিয়ে ফাঁস লাগানো অবস্থায় ছানার মিয়ার মৃত দেহ উদ্ধার করা হয়। পরিবারের সদস্যরা জানান, ছানার মিয়া একজন মানসিক রোগী। এ বিষয়ে থানা পুলিশ জানায়, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। তবে পরিবারের কোনো অভিযোগ না থাকায় আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে দাফনের অনুমতি দেওয়া হয়।
জগন্নাথপুরে নিখোঁজ ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার
২৮ নভেম্বর ২০২৪, ৮:৫৬ অপরাহ্ন |
পোস্টটি ৬৫৩ বার পড়া হয়েছে