ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোখলেছুর রহমান আখন্দ’র নির্দেশে থানার এসআই রফিজুল মিয়া ও এসআই সাকিব হোসেনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় আসামী ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার পাইলগাঁও ইউনিয়নের বাগময়না- তাজপুর গ্রামের মৃত আবুল বশর’র ছেলে জামিল মিয়া (২২), মৃত আবুল হোসেনের ছেলে রিপন মিয়া (৪০, মৃত আঃ মোনাফের ছেলে আনসার মিয়া (৭০), আঃ আহাদের ছেলে শাহ আলম (১৯)। পুলিশ জানায়, উপজেলার পাইলগাঁও ইউনিয়নের বাগময়না-তাজপুর গ্রামে মসজিদ কমিটি ও ফেসবুকে পোস্টকে কেন্দ্র করে মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেলে দুই পক্ষের সংঘর্ষে ঘটনাস্থলে বাগময়না- তাজপুর গ্রামের মৃত আমান উল্লাহর ছেলে আঘাতপ্রাপ্ত সুজাত আলী (৮০) জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যাওয়ার ঘটনায় একদল পুলিশ অভিযান চালিয়ে আসামী ৪ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিদেরকে বুধবার (১৩ নভেম্বর) বিকেলে সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।
জগন্নাথপুরে দুই পক্ষের সংঘর্ষে নিহত হওয়ার ঘটনায় গ্রেফতার- ৪
১৪ নভেম্বর ২০২৪, ১২:১১ পূর্বাহ্ন |
পোস্টটি ৩১৫ বার পড়া হয়েছে