আজ, , ১৪ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সংবাদ শিরোনাম :
«» জগন্নাথপুরে আহত মাদ্রাসা ছাত্রের মৃত্যুর ঘটনায় গ্রেফতার- ২ «» শান্তিগঞ্জে প্রবাসী বিএনপি নেতাদের সংবর্ধনায় আ.লীগ সরকারের কাছে দেশের মানুষ জিম্মি ছিলো- ফারুক আহমদ «» ছাতকে ২শ বোতল বিদেশি মদসহ ব্যবসায়ী গ্রেফতার «» বিদেশি কর্মী নেবে শেনজেনভুক্ত দেশ ক্রোয়েশিয়া «» লাশ নিয়ে বাড়ি ফেরার পথে হঠাৎ ফোন, ‘আমি মরে যাইনি, বেঁচে আছি «» অর্থের বিনিময়ে বিএনপিতে আ. লীগ নেতাকর্মীরা «» সমন্বয়কদের বৈঠক শেষে হাসনাত- উপদেষ্টা নিয়োগে অবশ্যই ছাত্রদের মতামত নিতে হবে «» বিদেশ যাওয়ার টাকার জন্য ভাতিজিকে অপহরণ, গ্রেফতার ২ «» তরুণীকে ৬ টুকরো করে নদীতে ফেলে দেন প্রেমিক «» ইতালির সড়কে ঝড়ল নাঈমের স্বপ্ন





ব্যাংকে টাকা না পেয়ে তালা দিয়েছেন বিক্ষুব্ধ গ্রাহকরা

ডেস্ক রিপোর্ট :: সিলেটের বিয়ানীবাজার উপজেলার ন্যাশনাল ব্যাংকের শাখায় টাকা না পেয়ে প্রধান ফটকে তালা দিয়েছেন বিক্ষুব্ধ গ্রাহকরা। বুধবার (১৩ নভেম্বর) দুপুরে পৌর শহরে ন্যাশনাল ব্যাংকের শাখায় এ ঘটনা ঘটে। জানা গেছে, ব্যাংকে টাকা না পেয়ে ক্ষুব্ধ গ্রাহকরা তালা ঝুলিয়ে দেন। এসময় তারা অভিযোগ করেন, প্রতিদিন একবার করে টাকার জন্য এসে ঘুরে গেলেও টাকা তুলতে পারছেন না। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। নুর আহমেদ নামে এক গ্রাহক বলেন, ‘আমি পাশের উপজেলা বড়লেখা থেকে প্রতিদিন টাকার জন্য এসে ঘুরে গেলেও টাকা পাচ্ছি না। আমরা কোনো বিশৃঙ্খলা করছি না, শান্তিপূর্ণভাবে প্রধান ফটকে তালা দিয়েছি।’ মাছুম আহমদ নামের অপর এক গ্রাহক জানান, তার বোনের সাত লাখ টাকা তোলার জন্য কয়েক দিন থেকে ঘুরছেন কিন্তু কোনো সাড়া পাচ্ছেন না। এ ব্যাপারে ন্যাশনাল ব্যাংকের ইনচার্জ সুন্দর আলী জানান, সারাদেশের ন্যাশনাল ব্যাংকে নগদ টাকার সঙ্কট রয়েছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা জানিয়েছি। তারা গ্রাহকদের ধৈর্য্য ধরতে বলেছেন। এর আগে ৩০ অক্টোবর টাকা না পেয়ে সিলেট মহানগরীর শিবগঞ্জ এলাকার ন্যাশনাল ব্যাংকের শাখায় তালা ঝুলিয়ে দিয়েছেন ভুক্তভোগী গ্রাহকরা।

এখানে ক্লিক করে শেয়ার করুণ