আজ, , ১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

সংবাদ শিরোনাম :





বিশ্বনাথে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায় বলেছেন, ‘সমাজের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে শিক্ষার্থীদেরকে দূরে রাখতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বেশি বেশি করে খেলাধুলা আয়োজনের কোনো বিকল্প নেই। খেলাধুলা মানুষের শরীর গঠনের পাশাপাশি ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করে।’ মঙ্গলবার (৮ অক্টোবর) বিকেলে সিলেটের বিশ্বনাথে পৌর শহরের রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা পর্যায়ের জাতীয় স্কুল-মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতির ৫১তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ বলেন। রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক নজমুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা অ্যাকাডেমিক সুপার ভাইজার আব্দুুল হালিম, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিপন আহমদ। অনুষ্ঠানে এসময় বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ