জগন্নাথপুর ডিগ্রি কলেজ ছাত্রদলের ৬৩ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন
- Update Time : ১২:২৭:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫
- / ৫ বার নিউজটি পড়া হয়েছে
{"msource":{"from":"blank"},"tools_used":{"crop":0,"free_crop":0,"shape_crop":0,"selection":0,"clone":0,"motion":0,"stretch":0,"curves":0,"adjust":0,"enhance":0,"resize":0,"flip_rotate":0},"total_effects_time":0,"total_editor_time":183970,"total_drawing_time":705,"total_effects_actions":0,"effects_applied":0,"total_editor_actions":{"frame":0,"mask":0,"sticker":0,"clipart":0,"lensflare":0,"callout":0,"border":0,"text":0,"shape_mask":0},"draw":{"layers_used":2,"total_draw_actions":7},"photos_added":5}
ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের ৬৩ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়েছে। বাংলাদেশ ছাত্রদলের সুনামগঞ্জ জেলা আহবায়ক কমিটির আহবায়ক (ভারপ্রাপ্ত) মুমিত ইসলাম ও সদস্য সচিব মোঃ তারেক মিয়ার যৌথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে রোববার (২৭ জুলাই) এ কমিটি অনুমোদন দেওয়া হয়। জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের ৬৩ সদস্য বিশিষ্ট কমিটির দায়িত্বশীলরা হলেন, সভাপতি জাকারিয়া আহমদ, সিনিয়র সহ-সভাপতি নাঈম হোসেন, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন, সিনিয়র যুগ্ম সম্পাদক দুলাল মিয়া, সাংগঠনিক সম্পাদক তাহনিদ আহমদ, কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন, সহ-সভাপতি মারজান চৌধুরী, ইব্রাহিম আহমেদ, তামান্না বেগম, নাঈম আহমেদ, ফেরদৌস আহমদ অভি, ফাহিম আহমদ শামী, জাকির হোসেন, নাহিদুল হাসান, সাদনান আজিম, আক্তার আলী, যুগ্ম সম্পাদক সাব্বির আলী, শহিদুল হক নোমান, রোহান আহমদ, মুনেম রহমান, সজিব আহমদ, সহ-সাধারণ সম্পাদক, নাছিম মিয়া, শাহরিয়ার আহমদ জয়, তারেক মিয়া, আলী শাহনেওয়াজ তাওহিদ, সাদেক হোসেন রাফি, মহিবুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক
জাহিদ আহমদ, ফয়জুর আহমদ, আহনাফ হামিম, কাওসার মিয়া, শাহ আলম, প্রদীপ চক্রবর্তী, তামিম ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক রাহুল আহমেদ, লিমন আহমেদ, বদরুল হোসেন কামরান, পারভেজ মিয়া
দপ্তর সম্পাদক সাব্বির আহমদ, সহ-দপ্তর সম্পাদক: নাঈম হোসেন শুভ, প্রচার সম্পাদক সৈয়দ দিদার চৌধুরী
সহ-প্রচার সম্পাদক: তাইব আহমদ তারেক, ক্রীড়া বিষয়ক সম্পাদক মেহেদী হাসান, সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক: জাবেল মিয়া, ছাত্রী বিষয়ক সম্পাদক সৈয়দা সহিদা বেগম সাজিদা, কমিটির সদস্যরা হলেন, মাহবুবুর রহমান, নাজিম আহমেদ, সাইদুর রহমান, পাবেল আহমদ, তামিম হাসান, রুহুল আমিন, রাহেদ আহমদ চৌধুরী, মাহি মিয়া, রুহান মিয়া, মুকিদুল আহসান, তানভির আহমদ, হৃদয় মিয়া, সাজিদ উদ্দিন, জাহিদুল হক, মাহফুজ আলম দিপু, কুহিন আহমদ, তামিম ইসলাম, সাজ্জাদ নূর। আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলা ছাত্রদলের নিকট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।



























