১১:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ১৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইস্ট লন্ডন ব্রাঞ্চের ৩৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা

  • Update Time : ০১:৪০:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

{"msource":{"from":"blank"},"tools_used":{"crop":0,"free_crop":0,"shape_crop":0,"selection":0,"clone":0,"motion":0,"stretch":0,"curves":0,"adjust":0,"enhance":0,"resize":0,"flip_rotate":0},"total_effects_time":0,"total_editor_time":182846,"total_drawing_time":611,"total_effects_actions":0,"effects_applied":0,"total_editor_actions":{"frame":0,"mask":0,"sticker":0,"clipart":0,"lensflare":0,"callout":0,"border":0,"text":0,"shape_mask":0},"draw":{"layers_used":2,"total_draw_actions":7},"photos_added":8}

ডেস্ক রিপোর্ট :: গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল (জি.এস.সি) ইস্ট লন্ডন ব্রাঞ্চের দ্বি-বার্ষিক সাধারণ সভা (বি.জি.এম) ২৩ জুলাই যুক্তরাজ্যের লন্ডনে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জিএসসি ইস্ট লন্ডন ব্রাঞ্চের সভাপতি আবদুল মালিক কুটি, সঞ্চালনায় ছিলেন জয়েন্ট সেক্রেটারি সৈয়দ জিল্লুল হক এবং পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জুগম্বর আলী। সভাপতি আব্দুল মালিক কুটির স্বাগত বক্তব্যের পর বিগত দুই বছরের বিভিন্ন কার্যক্রম ও আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন সংগঠনের ট্রেজারার আবুল মিয়া। এতে তিনি জিএসসি ইস্ট লন্ডন ব্রাঞ্চের জনকল্যাণমূলক কর্মকাণ্ডসহ সার্বিক আর্থিক চিত্র তুলে ধরেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিএসসি সেন্ট্রাল চেয়ারপারসন ব্যারিস্টার আতাউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন- উথ ইস্ট রিজিওনাল চেয়ারপারসন এম এ আজীজ, ভাইস চেয়ার মির্জা আসহাব বেগ, সাউথ ইস্ট রিজিওনাল সেক্রেটারি ফজলুল করিম চৌধুরী, সাউথ ইস্ট রিজিওনাল ট্রেজারার সুফি সোহেল আহমেদ, সাউত ইস্ট রিজিওনের সাবেক চেয়ার ইসবাহ উদ্দিন, ডঃ রোওয়াব উদ্দিন, এম এ গফুর। বক্তারা বলেন, গ্রেটার সিলেট ওয়েলফেয়ার কাউন্সিল একটি অরাজনৈতিক, সমাজসেবামূলক ও চ্যারিটেবল সংগঠন হিসেবে দেশে-বিদেশে মানবতার কল্যাণে নিরলস কাজ করে যাচ্ছে। জিএসসি ইস্ট লন্ডন ব্রাঞ্চের বিগত দিনের কার্যক্রম কমিউনিটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রশংসনীয়। তারা নতুন কমিটি কে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সংগঠনের সাফল্য অর্জনে আরো জোরালো ভূমিকা রাখতে আহ্বান জানান। দ্বিতীয় অধিবেশনে নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, পূর্ববর্তী কমিটিকে বিলুপ্ত ঘোষণা করে নতুন নেতৃত্বের দায়িত্ব প্রদান করা হয়। নির্বাচন কমিশনার যথাক্রমে কাউন্সিলর সদরুজ্জামান খাঁন ও মোঃ আবুল কালামের তত্ত্বাবধানে নতুন কমিটি ঘোষণা করেন।

সংগঠনের ৩৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সৈয়দ জিল্লুল হক, সেক্রেটারি নির্বাচিত হয়েছেন সাহান চৌধুরী এবং ট্রেজারার নির্বাচিত হয়েছেন সালেহ আহমেদ। কমিটির নির্বাহী সদস্যরা হলেন, ফারুক মিয়া, কামরান হাসান রাজিদ, মোঃ নিয়ামুল হক মেক্সম, মোহাম্মদ শাজাহান, মোঃ আলি নেওয়াজ, মোঃ সফর উদ্দিন, মোহাম্মদ নুরুল আলম, মোঃ রেদওয়ান হোসেন, জাহেদ মিয়া, জাগুল খান, লিটন আহমেদ, মোহাম্মদ একলাকুল রহমান, সৈয়দ শাহিদুল ইসলাম, মোঃ আভাব মিয়া, মোঃ আবদুস সুবহান, মির্জা আবুল কাসেম, আমির হোসেন, ফারুক মিয়া, কাজী তাজ উদ্দিন আহমেদ, ওয়ালিদুর রহমান, মোঃ নুর আহমদ, তাজ উদ্দিন, মোহাম্মদ শিপলু আহমেদ, মোক্তার আহমদ, মোস্তাক আহমদ, মোজির উদ্দিন, সাইফুল ইসলাম, শোয়েল আহমেদ, আশরাফ হুসেইন, বকুল আহমেদ, ময়নুল ইসলাম, সালেহ আহমেদ। আলোচনার পর দোয়া ও রকমারি বাঙালি খাবার পরিবেশনের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘটে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইস্ট লন্ডন ব্রাঞ্চের ৩৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা

Update Time : ০১:৪০:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫

ডেস্ক রিপোর্ট :: গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল (জি.এস.সি) ইস্ট লন্ডন ব্রাঞ্চের দ্বি-বার্ষিক সাধারণ সভা (বি.জি.এম) ২৩ জুলাই যুক্তরাজ্যের লন্ডনে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জিএসসি ইস্ট লন্ডন ব্রাঞ্চের সভাপতি আবদুল মালিক কুটি, সঞ্চালনায় ছিলেন জয়েন্ট সেক্রেটারি সৈয়দ জিল্লুল হক এবং পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জুগম্বর আলী। সভাপতি আব্দুল মালিক কুটির স্বাগত বক্তব্যের পর বিগত দুই বছরের বিভিন্ন কার্যক্রম ও আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন সংগঠনের ট্রেজারার আবুল মিয়া। এতে তিনি জিএসসি ইস্ট লন্ডন ব্রাঞ্চের জনকল্যাণমূলক কর্মকাণ্ডসহ সার্বিক আর্থিক চিত্র তুলে ধরেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিএসসি সেন্ট্রাল চেয়ারপারসন ব্যারিস্টার আতাউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন- উথ ইস্ট রিজিওনাল চেয়ারপারসন এম এ আজীজ, ভাইস চেয়ার মির্জা আসহাব বেগ, সাউথ ইস্ট রিজিওনাল সেক্রেটারি ফজলুল করিম চৌধুরী, সাউথ ইস্ট রিজিওনাল ট্রেজারার সুফি সোহেল আহমেদ, সাউত ইস্ট রিজিওনের সাবেক চেয়ার ইসবাহ উদ্দিন, ডঃ রোওয়াব উদ্দিন, এম এ গফুর। বক্তারা বলেন, গ্রেটার সিলেট ওয়েলফেয়ার কাউন্সিল একটি অরাজনৈতিক, সমাজসেবামূলক ও চ্যারিটেবল সংগঠন হিসেবে দেশে-বিদেশে মানবতার কল্যাণে নিরলস কাজ করে যাচ্ছে। জিএসসি ইস্ট লন্ডন ব্রাঞ্চের বিগত দিনের কার্যক্রম কমিউনিটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রশংসনীয়। তারা নতুন কমিটি কে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সংগঠনের সাফল্য অর্জনে আরো জোরালো ভূমিকা রাখতে আহ্বান জানান। দ্বিতীয় অধিবেশনে নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, পূর্ববর্তী কমিটিকে বিলুপ্ত ঘোষণা করে নতুন নেতৃত্বের দায়িত্ব প্রদান করা হয়। নির্বাচন কমিশনার যথাক্রমে কাউন্সিলর সদরুজ্জামান খাঁন ও মোঃ আবুল কালামের তত্ত্বাবধানে নতুন কমিটি ঘোষণা করেন।

সংগঠনের ৩৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সৈয়দ জিল্লুল হক, সেক্রেটারি নির্বাচিত হয়েছেন সাহান চৌধুরী এবং ট্রেজারার নির্বাচিত হয়েছেন সালেহ আহমেদ। কমিটির নির্বাহী সদস্যরা হলেন, ফারুক মিয়া, কামরান হাসান রাজিদ, মোঃ নিয়ামুল হক মেক্সম, মোহাম্মদ শাজাহান, মোঃ আলি নেওয়াজ, মোঃ সফর উদ্দিন, মোহাম্মদ নুরুল আলম, মোঃ রেদওয়ান হোসেন, জাহেদ মিয়া, জাগুল খান, লিটন আহমেদ, মোহাম্মদ একলাকুল রহমান, সৈয়দ শাহিদুল ইসলাম, মোঃ আভাব মিয়া, মোঃ আবদুস সুবহান, মির্জা আবুল কাসেম, আমির হোসেন, ফারুক মিয়া, কাজী তাজ উদ্দিন আহমেদ, ওয়ালিদুর রহমান, মোঃ নুর আহমদ, তাজ উদ্দিন, মোহাম্মদ শিপলু আহমেদ, মোক্তার আহমদ, মোস্তাক আহমদ, মোজির উদ্দিন, সাইফুল ইসলাম, শোয়েল আহমেদ, আশরাফ হুসেইন, বকুল আহমেদ, ময়নুল ইসলাম, সালেহ আহমেদ। আলোচনার পর দোয়া ও রকমারি বাঙালি খাবার পরিবেশনের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘটে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ