আজ, , ১৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

সংবাদ শিরোনাম :
«» জগন্নাথপুরে এইচএসসি ও আলিম পরীক্ষায় মাদ্রাসা এগিয়ে, জিপিএ-৫ এবার ৩১টি «» জগন্নাথপুরে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবসে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত «» এইচএসসির ফল প্রকাশ, পাসের হার ৭৭.৭৮ «» জগন্নাথপুরে ইউথ ফাউন্ডেশন’র পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ২৮০টি পরিবারে নগদ অর্থ বিতরণ «» ঘূর্ণিঝড়ের শঙ্কা, মাসজুড়ে বৃষ্টির পূর্বাভাস «» বিশ্বনাথে অপপ্রচারে বিএনপির সংবাদ সম্মেলন «» জগন্নাথপুরে বিপুল পরিমাণ মদ উদ্ধারসহ গ্রেফতার ২ «» এইচএসসির ফল প্রকাশ মঙ্গলবার, জানা যাবে যেভাবে «» বিয়ের গেটে টাকা কম দেওয়ায় বর-কনেপক্ষে সংঘর্ষে আহত ৩০ «» আন্দোলনে নামছেন শিক্ষকরা, রূপরেখা ঘোষণা মঙ্গলবার





দারুল কিরাত লেস্টার শাখার পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান সম্পন্ন

এম এ ফাত্তাহ চৌধুরী ফয়সল :: বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী অভিভাবক এবং কমিউনিটি নেতৃবৃন্দের উপস্থিতিতে দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট লতিফিয়া কারী সোসাইটি ইউকে অনুমোদিত দারুল কিরাত লেস্টার দারুস সালাম জামে মসজিদ শাখার পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২৪ আগষ্ট) মসজিদে সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়। হাজি রকিব মিয়ার সভাপতিত্বে ও মসজিদ সেক্রেটারি ফকরুল ইসলামের পরিচালনায় নাশিদ পরিবেশন করেন দারুল কিরাতের শিক্ষক মুজিবুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লেস্টার সাউথ আসনের সংসদ সদস্য শওকত আদম।

 

প্রধান অতিথির বক্তব্যে জীবনের প্রতিটি ক্ষেত্রে শিক্ষকদের পরম শ্রদ্ধা ভরে স্মরণ করতে ছাত্র/ছাত্রীদের প্রতি আহবান জানান। তিনি আরো বলেন শিক্ষকদের দুআ ও ভালোবাসা তাদেরকে জীবনের লক্ষ্যে পৌঁছে দিতে সাহায্য করবে।

 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডেপুটি লর্ড লেফটেন্যান্ট সুলেমান নাগদি এমবিই, প্রফেসর রুকন উদ্দিন, প্রফেসর পারভেজ হারিস, দারুল কিরাত লন্ডন বায়তুল ইসলাহ শাখার প্রধান কারী মুফতি মাওলানা আব্দুল ওয়াদুদ লতিফি এবং স্থানীয় ইমামগণ।

এ সময় লতিফি তার বক্তব্যে দারুল কিরাতের প্রতিষ্ঠাতা আল্লামা সাহেব কিবলা ফুলতলী (র:) এর ভূয়সী প্রশংসা করেন এবং শুদ্ধ করে কুরআন শিক্ষার গুরুত্ব তুলে ধরেন।

 

এবারের সামার হলিডেতে পুরো আগস্ট মাসব্যাপী অনুষ্ঠিত হয় ইনটেনসিভ তাজবীদ কোর্স। এতে সূরা ক্লাস থেকে সানি ক্লাস পর্যন্ত অংশ গ্রহণ কারী ছাত্র/ছাত্রীদের প্রশিক্ষণ শেষে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতা এবং পরীক্ষা। প্রতিযোগিতায় বিজয়ী- পরীক্ষায় কৃতিত্ত্বপূর্ণ ফলাফলের জন্য তাদেরকে ট্রফি সার্টিফিকেট ও মেডেল প্রদান করা হয়।

এ বছর সেন্টারে শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন প্রধান কারী ইমাম হাফিজ মাওলানা এম এ জলিল, নাজিম ইমাম মাওলানা আমিনুল হাসান, হাফিজ আতিকুর রহমান, মুস্তফা কামাল, মুজিবুর রহমান, হুসনা বেগম।

দারুল কিরাতে সহযোগিতার জন্য অনুষ্ঠানে উপস্থিত অভিভাবকবৃন্দ, কমিউনিটির মানুষজন, মসজিদ কমিটি, শিক্ষকবৃন্দ সবাইকে ধনবাদ জানান মসজিদের চেয়ারম্যান আলহাজ আব্দুল হান্নান এবং নাজিম ইমাম মাওলানা আমিনুল হাসান। ভবিষ্যতেও সবাইকে সহযোগিতা অব্যাহত রাখার আহবান জানান তাঁরা।

উল্লেখ্য দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট লতিফিয়া কারী সোসাইটি ইউকের অধীনে এ বছর সামার হলিডেতে ব্রিটেনের বিভিন্ন শহরে ৫৮ টি শাখার মাধ্যমে দারুল কিরাত কোর্স সম্পন্ন হয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে দারুল কিরাত লেস্টার দারুস সালাম জামে মসজিদ শাখা।

এখানে ক্লিক করে শেয়ার করুণ