আজ, , ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সংবাদ শিরোনাম :





দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ৩০, আহত অর্ধশতাধিক

নিজস্ব প্রতিবেদক :: দু’পক্ষের সংঘর্ষে ৩০জন গুলিবিদ্ধসহ অর্ধশতাধিক আহত হয়েছেন। শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় সুনামগঞ্জের দিরাই উপজেলার জগদল ইউনিয়নের রায়বাঙালি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে দিরাই থানা পুলিশ ও সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মধ্য গুরুতর ১২ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছেন দিরাই হাসপাতাল কর্তৃপক্ষ। অন্য আহতরা দিরাই ও জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। জানা যায়, রায়বাঙালি শাহজালাল দাখিল মাদ্রাসা ফান্ডের ৯ লাখ টাকা পরিচালনা কমিটির সদ্য সাবেক সভাপতি আবদুল মালিকের নিকটে জমা ছিল।

 

সম্প্রতি সরকারি আদেশে সকল শিক্ষা প্রতিষ্ঠানের কমিটি বাতিল হলে সাবেক মেম্বার মনু মিয়ার নেতৃত্বে গ্রামের লোকজন ওই টাকা মাদ্রাসা একাউন্টে জমা করতে অনুরোধ করেন। আব্দুল মালিক এতে রাজী না হয়ে টাকা তার কাছে রাখতে চাইলে দুপক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। শনিবার এ নিয়ে মাদ্রাসায় সালিশ অনুষ্ঠিত হয়। বাকবিতন্ডায় সালিশ পন্ড হলে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়ায়। আব্দুল মালিকের লোকজন কয়েকটি অবৈধ বন্দুক দিয়ে গুলি ছুড়লে মনু মিয়ার পক্ষের অন্ততঃ ৩০ জন গুলিবিদ্ধ হন।

 

গুরুতর আহতরা হলেন, খসরু মিয়া (৩৫), আব্দুল আউয়াল (৪০), শামীম (৩০, রনোজ মিয়া (৩৮), ফারুক (৬০), আলমগীর (২৫), মুজিবুর (৬০), ফারুক (৪৫), মাহিনুর (২১), ফারদিন (১৫), আদিল (২৫), মোবারক (১৪), মুকিত (৫০), আলাল (৫৫), কবীর (৩৬), সালমান (১৩), আনোয়ার (৪৪), নুশেদ (১৭), শাহাবুদ্দীন, শাহআলম, মিনাল হোসেন (৩০), কাজল (৬০), রাফিয়া বেগম (৪২), রাবিয়া বেগম (৪৫)।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী কাজ করছে। গ্রামের পরিবেশ শান্ত আছে। অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ