আজ, , ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সংবাদ শিরোনাম :
«» দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ৩০, আহত অর্ধশতাধিক «» জগন্নাথপুরে গরুকে গোসল করাতে গিয়ে যুবক নিখোঁজ «» ছাত্র মজলিস সিলেট জোনের দ্বি-মাসিক জোনাল দায়িত্বশীল সভা অনুষ্ঠিত «» আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ২৫ «» শিক্ষা ব্যবস্থার মধ্যে নৈতিক শিক্ষার খুবই অভাব- ছাত্র মজলিস «» বাস থেকে নামিয়ে ৬৫ ভরি স্বর্ণ ছিনতাই, আসামি যুবদল নেতা «» পুলিশবেশে ডাকাতির প্রস্তুতিকালে জনতার হাতে আটক ছয় «» দেশের বিরোদ্ধে সকল ষড়যন্ত্র ছাত্র-জনতা প্রতিহত করবে, ইনশাল্লাহ: আল্লামা মামুনুল হক «» ছাতকে প্রবাসীদের অর্থায়নে সড়ক সংস্কার কাজ শুরু করলো গ্রামবাসী «» জগন্নাথপুরে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার





৪ জনের উমরা হজ্বসহ শতাধিক কৃতী শিক্ষার্থীকে পুরস্কৃত করলো বরুণা মাদরাসা

নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আল-হাইআতুল উলইয়া ও বেফাকসহ অন্যান্য বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষায় জামিয়া লুৎফিয়া আনওয়ারুল উলূম হামিদনগর বরুণা মাদরাসার মেধা তালিকায় স্থান অর্জনকারী ও মুমতাজ (A+) প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের আড়ম্বরপূর্ণ আনুষ্ঠানিকতায় পুরস্কৃত করেন বরুণা মাদরাসা কর্তৃপক্ষ। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেলে বরুণা মাদরাসার মসজিদে আবু বকর রাযি. এ অনুষ্ঠিত বৃত্তি ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেফাক মহাসচিব মাওলানা মাহফুযুল হক। বরুণা মাদরাসার প্রিন্সিপাল মাওলানা শায়খ বদরুল আলম হামিদীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৃত্তিপ্রদান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- আযাদ দ্বীনী এদারার মহাসচিব মাওলানা আব্দুল বছীর, বানিয়াচং সিনিয়র ফাযিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আব্দাল হোসেন খাঁন, সিলেট দরগাহ মাদরাসার নাযিমে তালিমাত মাওলানা আতাউল হক জালালাবাদি, বরুণা মাদরাসার নাযিমে তালীমাত হাফিয মাওলানা ফখরুযযামান, শায়খুল হাদীস মাওলানা খয়রুল ইসলাম, মাওলানা রশিদ আহমদ হামিদী, মাওলানা সাইফুর রহমান, মাওলানা আব্দুল হাই উত্তরসুরী, মাওলানা হিলাল আহমদ, মুফতী হিফযুর রহমান ফুয়াদ প্রমুখ। অনুষ্ঠানে ৪ জনের উমরা হজ্বসহ  ১৩২ জন শিক্ষার্থীকে ৩ লক্ষাধিক টাকা নগদ অর্থ ও পুরস্কার প্রদান করা হয়। উল্লেখ্য,  বিগত শিক্ষাবর্ষে বরুণা মাদরাসার ৩৪ জন শিক্ষার্থী মেধা তালিকায় স্থান ও ১৫২ জন শিক্ষার্থী  মুমতায (A+) পেয়ে সিলেট বিভাগে শীর্ষ ফলাফল অর্জন করেছে।

 

এখানে ক্লিক করে শেয়ার করুণ