আজ, , ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সংবাদ শিরোনাম :
«» দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ৩০, আহত অর্ধশতাধিক «» জগন্নাথপুরে গরুকে গোসল করাতে গিয়ে যুবক নিখোঁজ «» ছাত্র মজলিস সিলেট জোনের দ্বি-মাসিক জোনাল দায়িত্বশীল সভা অনুষ্ঠিত «» আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ২৫ «» শিক্ষা ব্যবস্থার মধ্যে নৈতিক শিক্ষার খুবই অভাব- ছাত্র মজলিস «» বাস থেকে নামিয়ে ৬৫ ভরি স্বর্ণ ছিনতাই, আসামি যুবদল নেতা «» পুলিশবেশে ডাকাতির প্রস্তুতিকালে জনতার হাতে আটক ছয় «» দেশের বিরোদ্ধে সকল ষড়যন্ত্র ছাত্র-জনতা প্রতিহত করবে, ইনশাল্লাহ: আল্লামা মামুনুল হক «» ছাতকে প্রবাসীদের অর্থায়নে সড়ক সংস্কার কাজ শুরু করলো গ্রামবাসী «» জগন্নাথপুরে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার





জগন্নাথপুরে উপনির্বাচনে ১৩ প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ

ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের প্রবাসি অধ্যুষিত জগন্নাথপুর উপজেলার ৩টি ইউনিয়নের ৫টি ওয়ার্ডে উপ-নির্বাচন আগামী ২৭ জুলাই শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ৩টি ইউনিয়নের ৫টি ওয়ার্ডের উপ-নির্বাচনে মোট ১৩ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (১১ জুলাই) নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান এসব প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন।

 

জানাযায়, উপজেলার পাটলি ইউনিয়নের ৫ ও ৮নং, সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের ৪ ও ৭নং এবং পাইলগাঁও ইউনিয়নের ৩নং ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্যগণ স্থায়ীভাবে বিদেশ গমণ সহ বিভিন্ন কারণে অনুস্থিত থাকায় পদ শুণ্য ছিল। শুণ্য পদে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন। নির্বাচনের তফশীল অনুযায়ী আগামী ২৭ জুলাই শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

 

নির্বাচনে প্রার্থীরা প্রতীক পেয়ে কর্মী- সমর্থকদের নিয়ে আনুষ্ঠানিকভাবে প্রচারণায় নামেন। উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানাগেছে, সব প্রার্থীকে আচরণবিধি মেনে প্রচারণা চালাতে বলা হয়েছে। তবে কেউ আচরণবিধি লঙ্ঘন করলে তার বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। উপজেলার ৩টি ইউনিয়নের ৫টি ওয়ার্ডে উপ-নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১১ হাজার ৫শ ৫১ জন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ