আজ, , ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সংবাদ শিরোনাম :
«» দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ৩০, আহত অর্ধশতাধিক «» জগন্নাথপুরে গরুকে গোসল করাতে গিয়ে যুবক নিখোঁজ «» ছাত্র মজলিস সিলেট জোনের দ্বি-মাসিক জোনাল দায়িত্বশীল সভা অনুষ্ঠিত «» আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ২৫ «» শিক্ষা ব্যবস্থার মধ্যে নৈতিক শিক্ষার খুবই অভাব- ছাত্র মজলিস «» বাস থেকে নামিয়ে ৬৫ ভরি স্বর্ণ ছিনতাই, আসামি যুবদল নেতা «» পুলিশবেশে ডাকাতির প্রস্তুতিকালে জনতার হাতে আটক ছয় «» দেশের বিরোদ্ধে সকল ষড়যন্ত্র ছাত্র-জনতা প্রতিহত করবে, ইনশাল্লাহ: আল্লামা মামুনুল হক «» ছাতকে প্রবাসীদের অর্থায়নে সড়ক সংস্কার কাজ শুরু করলো গ্রামবাসী «» জগন্নাথপুরে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার





চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার- ৮

নিজস্ব প্রতিবেদক :: বিভিন্ন মালবাহী পরিবহন থেকে জোরপূর্বক চাঁদা আদায়ের অভিযোগে ৮জনকে আটক করেছে থানা পুলিশ। রোববার (৩০ জুন) সকাল ৬টায় সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের লালপুর নামক স্থানে সুরমা নদীর পূর্বপার থেকে তাঁদেরকে আটক করা হয়। আটকৃতরা হলেন সদর ইউনিয়নের উজান লালপুর গ্রামের আব্দুল ওয়াহিদের ছেলে বিল্লাল মিয়া ওরফে বিলামিন (৩৫), মো. ছমির উদ্দিনের ছেলে মোহাম্মদ মুক্তাদির (২২), মো. আকিনুর মিয়ার ছেলে মো. লিমন মিয়া (২৬), সুরুজ আলীর ছেলে নুরুল গনি (২৩), মৃত আব্দুল ওয়াহিদের ছেলে হিরন মিয়া (৩০), আলী আহমদের ছেলে মো. মুজাহিদ (২৭), ফখরুদ্দিনের ছেলে মিরাজ আলী (৩৫) ও নুরুল ইসলামের ছেলে নুর জালাল (৩০)। এছাড়াও আরো ৪ জন পলাতক রয়েছেন। জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের লালপুর এলাকায় সুরমা নদীর পূর্বপারে একটি চক্র দীর্ঘদিন যাবত নৌপথে চলাচলকারী বিভিন্ন বাল্কহেড থেকে জোরপূর্বক চাঁদা আদায় করে আসছে। এই খবরে রোববার (৩০ জুন) সকালে জামালগঞ্জ থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। ঘটনাস্থল থেকে চাঁদা আদায়কালে হাতেনাতে আটক করা হয় ৮ জনকে। এসময় তাদের সাথে থাকা আরো ৪ জন পালিয়ে যায়। এব্যাপারে জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে নৌপথে চাঁদা আদায়কালে জামালগঞ্জ থানা পুলিশ ৮ জনকে আটক করে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ