নিজস্ব প্রতিবেদক :: পারিবারিক কলহের জের ধরে পারভীন আক্তার (২৪) নামের এক গৃহবধূ বিষপানে মারা গেছেন। পারভীন আক্তার হবিগঞ্জের নবীগঞ্জে উপজেলার ২ নং বড়ভাকৈর পূর্ব ইউনিয়নের বড়ভাকৈর গ্রামের বাসিন্দা বলে হাসপাতাল সুত্রে জানা গেছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় পারিবারিক কলহের জের ধরে সে বিষপান করেন। তাৎক্ষণিক পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে নবীগঞ্জ থানা পুলিশকে জানানো হলে পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে হবিগঞ্জ আধুনিক হাসপাতালের মর্গে প্রেরণ করে। তবে তার আত্মহত্যার কারণ জানা যায়নি।