ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলামের নির্দেশে থানা পুলিশের অভিযানে মাদকসহ ব্যবসায়ী অনুকূল বৈদ্যকে গ্রেফতার করেছে। সে সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের মৌগাও গ্রামের মৃত অজয় বৈদ্যের ছেলে।
জানাযায়, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় গোপন সংবাদের ভিত্তিতে থানার সেকেন্ড অফিসার এস আই সাব্বির আহসানের নেতৃত্বে একদল পুলিশ জগন্নাথপুর মধ্য বাজারে অভিযান চালিয়ে মাদকসহ অনুকূল বৈদ্য (৪৫)কে গ্রেফতার করা হয়েছে। এসময় তার নিজ হেফাজত হতে ৮ বোতল এসি ব্লাক মদ ও ১৪ বোতল চোলাই মদ উদ্ধার করা হয়। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মামলা নং ১৭, তাং ২১-০৫-২০২৪ইং। বুধবার (২২ মে) গ্রেফতারকৃত অনুকূল বৈদ্যকে সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।