আজ, , ১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

সংবাদ শিরোনাম :





সুনামগঞ্জ মডেল একাডেমিতে ক্বিরাত প্রশিক্ষণের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

দৈনিক জগন্নাথপুর পত্রিকা :: পবিত্র মাহে রমজানে আঞ্জুমানে তা’লিমুল কুরআন বাংলাদেশ কর্তৃক পরিচালিত সুনামগঞ্জ মডেল একাডেমিতে মাসব্যাপি ক্বিরাত প্রশিক্ষণ শেষে ২৬ রমজান, শনিবার, সকাল ১১টায় পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। একাডেমির প্রিন্সিপাল মুহিব্বুর রহমানের সভাপতিত্বে ও ভাইস প্রিন্সিপাল আতাউল হকের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একাডেমির পরিচালনা পরিষদের সভাপতি মাস্টার মুহাম্মদ আবিদ আলী বলেন, মানবতার মুক্তির সনদ মহাগ্রন্থ আল কুরআন। এই কুরআনকে কেবল তেলাওয়াতের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। আল কুরআন অনুসারে সমাজ ও জীবন গঠন করতে হবে। কুরআন নাযিলের মাস মাহে রমজান। সুতরাং কুরআন নাযিলের মাসে আল কুরআনে সমাজ গঠনে দৃঢ় প্রত্যয়ী হতে হবে। মুহাম্মদ সাজিদ খন্দকারের কালামে পাক তেলাওয়াত এবং সানজিদা জান্নাত নিঝুম ও আহসান হাবিবের ইসলামী সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে পুরস্কার বিতরণীতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উত্তরা বারবিকিউ-এর স্বত্ত্বাধিকারী মাওলানা আলী খান, হাজী ডা. আব্দুর রহিম, ক্বারী মুফতি সাঈদ আহমদ, ক্বারী মাওলানা আব্দুল কাদির। অভিভাবকদের মাঝে বক্তব্য রাখেন মহসিন কবীর রুবিন, মোঃ রমজান আলী ও সৈয়দ মুকাব্বির হোসেন। শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখে তাসমিয়া জান্নাত ত্বাহা। এছাড়াও উপস্থিত ছিলেন সালেহ আহমেদ, বিলাল আহমদ, ইব্রাহিম আলী, ছমির উদ্দিন প্রমুখ।

এখানে ক্লিক করে শেয়ার করুণ