আজ, , ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ

সংবাদ শিরোনাম :
«» স্কুলছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, আটক ৩ «» ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জড়িতদের খুঁজতে সহযোগিতা করুন: প্রধানমন্ত্রী «» ৭টি চোরাই সিএনজি অটোরিকশা উদ্ধার, আটক ৭ «» যুক্তরাজ্যে সিলেটি বংশোদ্ভূত আপসানা বেগমসহ ৭ ব্রিটিশ এমপি বহিষ্কার! «» স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষা ১১ আগস্টের পর «» জগন্নাথপুরে ছাত্রলীগ থেকে যারা পদত্যাগ করলেন «» শান্তিগঞ্জে কোটা সংস্কার আন্দোলনে উত্তাল রাজপথ, ঘন্টাব্যাপী সড়ক যোগাযোগ বন্ধ «» ইউপি চেয়ারম্যান আমির হোসেন রেজার প্রতি অনাস্থা জ্ঞাপন করলেন পরিষদের ১১ মেম্বার «» সুনামগঞ্জে কোটা সংস্কারের সমর্থনে বিক্ষোভ, গ্রেফতার ১ «» সিলেটে এইচএসসি পরীক্ষা স্থগিত





সুনামগঞ্জ মডেল একাডেমিতে ক্বিরাত প্রশিক্ষণের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

দৈনিক জগন্নাথপুর পত্রিকা :: পবিত্র মাহে রমজানে আঞ্জুমানে তা’লিমুল কুরআন বাংলাদেশ কর্তৃক পরিচালিত সুনামগঞ্জ মডেল একাডেমিতে মাসব্যাপি ক্বিরাত প্রশিক্ষণ শেষে ২৬ রমজান, শনিবার, সকাল ১১টায় পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। একাডেমির প্রিন্সিপাল মুহিব্বুর রহমানের সভাপতিত্বে ও ভাইস প্রিন্সিপাল আতাউল হকের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একাডেমির পরিচালনা পরিষদের সভাপতি মাস্টার মুহাম্মদ আবিদ আলী বলেন, মানবতার মুক্তির সনদ মহাগ্রন্থ আল কুরআন। এই কুরআনকে কেবল তেলাওয়াতের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। আল কুরআন অনুসারে সমাজ ও জীবন গঠন করতে হবে। কুরআন নাযিলের মাস মাহে রমজান। সুতরাং কুরআন নাযিলের মাসে আল কুরআনে সমাজ গঠনে দৃঢ় প্রত্যয়ী হতে হবে। মুহাম্মদ সাজিদ খন্দকারের কালামে পাক তেলাওয়াত এবং সানজিদা জান্নাত নিঝুম ও আহসান হাবিবের ইসলামী সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে পুরস্কার বিতরণীতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উত্তরা বারবিকিউ-এর স্বত্ত্বাধিকারী মাওলানা আলী খান, হাজী ডা. আব্দুর রহিম, ক্বারী মুফতি সাঈদ আহমদ, ক্বারী মাওলানা আব্দুল কাদির। অভিভাবকদের মাঝে বক্তব্য রাখেন মহসিন কবীর রুবিন, মোঃ রমজান আলী ও সৈয়দ মুকাব্বির হোসেন। শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখে তাসমিয়া জান্নাত ত্বাহা। এছাড়াও উপস্থিত ছিলেন সালেহ আহমেদ, বিলাল আহমদ, ইব্রাহিম আলী, ছমির উদ্দিন প্রমুখ।

এখানে ক্লিক করে শেয়ার করুণ