আজ, , ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ

সংবাদ শিরোনাম :
«» স্কুলছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, আটক ৩ «» ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জড়িতদের খুঁজতে সহযোগিতা করুন: প্রধানমন্ত্রী «» ৭টি চোরাই সিএনজি অটোরিকশা উদ্ধার, আটক ৭ «» যুক্তরাজ্যে সিলেটি বংশোদ্ভূত আপসানা বেগমসহ ৭ ব্রিটিশ এমপি বহিষ্কার! «» স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষা ১১ আগস্টের পর «» জগন্নাথপুরে ছাত্রলীগ থেকে যারা পদত্যাগ করলেন «» শান্তিগঞ্জে কোটা সংস্কার আন্দোলনে উত্তাল রাজপথ, ঘন্টাব্যাপী সড়ক যোগাযোগ বন্ধ «» ইউপি চেয়ারম্যান আমির হোসেন রেজার প্রতি অনাস্থা জ্ঞাপন করলেন পরিষদের ১১ মেম্বার «» সুনামগঞ্জে কোটা সংস্কারের সমর্থনে বিক্ষোভ, গ্রেফতার ১ «» সিলেটে এইচএসসি পরীক্ষা স্থগিত





ঈদের কাপড়ের জন্য মায়ের ওপর অভিমান করে মেয়ের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক :: ঈদের কাপড়ের জন্য মায়ের ওপর অভিমান করে এক কিশোরী আত্মহত্যা করেছে।

শনিবার (৬ এপ্রিল ) মাগরিবের নামাজের পর পরই এ ঘটনা ঘটে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের ঈদঁগা টিলা গ্রামে। রিমা আক্তার (১৬) ওই এলাকার নাজির মিয়ার মেয়ে, সে পরিবারের মধ্যে সবার ছোট ছিল। রিমা আক্তারের বাবা নাজির মিয়া বলেন, আগের দিন তার মা সবার জন্য কাপড় বাড়িতে ফেরিওয়ালাদের কাছ থেকে কিনে দেন, কিন্তু রিমা আক্তার বায়না ধরে সে মার্কেট হতে ঈদের কাপড় কিনবে। এই নিয়ে মায়ের উপর অভিমান করে ঘরে থাকা কীটনাশক খেয়ে সে আত্নহত্যা করে। ঘটনার খবর পেয়ে রাতেই শমশেরনগর পুলিশ ফাঁড়ি লাশ ময়নাতদন্তের জন্য ফাঁড়িতে নিয়ে যায়। শমশেরনগর পুলিশ ফাঁড়ির ওসি(তদন্ত) শামিম আকনজি জানান , মেয়েটি ঈদের জামার জন্য মায়ের উপরে অভিমান করেই আত্মহত্যা করে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তিনি আরও বলেন, সকালে লাশ মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ