আজ, , ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সংবাদ শিরোনাম :
«» দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ৩০, আহত অর্ধশতাধিক «» জগন্নাথপুরে গরুকে গোসল করাতে গিয়ে যুবক নিখোঁজ «» ছাত্র মজলিস সিলেট জোনের দ্বি-মাসিক জোনাল দায়িত্বশীল সভা অনুষ্ঠিত «» আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ২৫ «» শিক্ষা ব্যবস্থার মধ্যে নৈতিক শিক্ষার খুবই অভাব- ছাত্র মজলিস «» বাস থেকে নামিয়ে ৬৫ ভরি স্বর্ণ ছিনতাই, আসামি যুবদল নেতা «» পুলিশবেশে ডাকাতির প্রস্তুতিকালে জনতার হাতে আটক ছয় «» দেশের বিরোদ্ধে সকল ষড়যন্ত্র ছাত্র-জনতা প্রতিহত করবে, ইনশাল্লাহ: আল্লামা মামুনুল হক «» ছাতকে প্রবাসীদের অর্থায়নে সড়ক সংস্কার কাজ শুরু করলো গ্রামবাসী «» জগন্নাথপুরে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার





ঈদের কাপড়ের জন্য মায়ের ওপর অভিমান করে মেয়ের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক :: ঈদের কাপড়ের জন্য মায়ের ওপর অভিমান করে এক কিশোরী আত্মহত্যা করেছে।

শনিবার (৬ এপ্রিল ) মাগরিবের নামাজের পর পরই এ ঘটনা ঘটে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের ঈদঁগা টিলা গ্রামে। রিমা আক্তার (১৬) ওই এলাকার নাজির মিয়ার মেয়ে, সে পরিবারের মধ্যে সবার ছোট ছিল। রিমা আক্তারের বাবা নাজির মিয়া বলেন, আগের দিন তার মা সবার জন্য কাপড় বাড়িতে ফেরিওয়ালাদের কাছ থেকে কিনে দেন, কিন্তু রিমা আক্তার বায়না ধরে সে মার্কেট হতে ঈদের কাপড় কিনবে। এই নিয়ে মায়ের উপর অভিমান করে ঘরে থাকা কীটনাশক খেয়ে সে আত্নহত্যা করে। ঘটনার খবর পেয়ে রাতেই শমশেরনগর পুলিশ ফাঁড়ি লাশ ময়নাতদন্তের জন্য ফাঁড়িতে নিয়ে যায়। শমশেরনগর পুলিশ ফাঁড়ির ওসি(তদন্ত) শামিম আকনজি জানান , মেয়েটি ঈদের জামার জন্য মায়ের উপরে অভিমান করেই আত্মহত্যা করে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তিনি আরও বলেন, সকালে লাশ মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ