আজ, , ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সংবাদ শিরোনাম :
«» জগন্নাথপুরে মতবিনিময় ও সংবর্ধনায় দুর্নীতিমুক্ত পৌরসভা গড়তে সবার সহযোগিতা চাই- জয়নাল আবেদীন «» জগন্নাথপুরে ইয়াবা ও গাঁজাসহ পৃথক অভিযানে গ্রেফতার- ৪ «» জমিয়তকে এগিয়ে নিতে প্রতিটি স্তরে আরো জনপ্রতিনিধি তৈরী করতে হবে মাওঃ জয়নাল আবেদীন «» ছাত্র মজলিস বড়লেখায় ছাত্র সমাবেশে শিক্ষা ব্যবস্থায় ইসলামী শিক্ষা সংযুক্তি করার জোর দাবি- সাবেক কেন্দ্রীয় সভাপতি আবুল কাশেম «» তিন পর্বে বিশ্ব ইজতেমা, দ্রুত চলছে ময়দান প্রস্তুতির কাজ «» নিলামে উঠছে সাবেক ২৪ এমপির গাড়ি «» জগন্নাথপুরে যুবলীগ নেতাসহ গ্রেফতার- ২ «» মোঃ আব্দুর রউফ: আজীবন শিক্ষক «» শান্তিগঞ্জে বিয়াম ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ের উদ্বোধন «» জগন্নাথপুরে ইসলামপুর মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন সম্পন্ন: গ্রামবাসীর বহুদিনের স্বপ্ন পূরণ





জগন্নাথপুরে রোজাদারদের মধ্যে হাবিবু্ল্লাহ তালুকদার ফাউন্ডেশনের পক্ষ থেকে উপহার বিতরণ

ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের তেঘরীয়া গ্রামের হাবিবু্ল্লাহ তালুকদার ফাউন্ডেশনের উদ্যােগে ২ শতাধিক পরিবারের মধ্যে রমজানের উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।  শুক্রবার (১৮ রমজান) তেঘরীয়াস্থ নিজ বাড়িতে উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রোটারিয়ান আলহাজ্ব আতাউর রহমান।

যুক্তরাজ্য প্রবাসী, বিশিষ্ট কবি আলহাজ্ব মুহিবুর রহমান বাবুর সভাপতিত্বে ও তেঘরীয়া জামে মসজিদের সেক্রেটারি রাহিন মিয়া তালুকদারের পরিচালনায় বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা আব্দুস সালাম মুরাদাবাদী, সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, রাশেদা হক ফাউন্ডেশনের পরিচালক জিয়াউল হক জিয়া, বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ হিলাল আহমদ, সমাজকর্মী শাহিন আহমদ, সৈয়দ আবিদ সরদার, সিলেট মহানগর ছাত্রলীগ নেতা জংগীনুর আহমদ জীবন। শুরু পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ফাহিম আহমদ। এসময় এলাকার বিশিষ্ট মুরব্বী আলহাজ্ব হরূপ মিয়া, সৈয়দ আওলাদ মিয়া, সাবেক ইউপি সদস্য আশরাফ মিয়াসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে ২শত পরিবারের মাঝে রমজানের উপহার সামগ্রী বিতরণ করেন রোটারিয়ান আলহাজ্ব আতাউর রহমানসহ অতিথিবৃন্দ।

এখানে ক্লিক করে শেয়ার করুণ