আজ, , ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সংবাদ শিরোনাম :
«» দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ৩০, আহত অর্ধশতাধিক «» জগন্নাথপুরে গরুকে গোসল করাতে গিয়ে যুবক নিখোঁজ «» ছাত্র মজলিস সিলেট জোনের দ্বি-মাসিক জোনাল দায়িত্বশীল সভা অনুষ্ঠিত «» আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ২৫ «» শিক্ষা ব্যবস্থার মধ্যে নৈতিক শিক্ষার খুবই অভাব- ছাত্র মজলিস «» বাস থেকে নামিয়ে ৬৫ ভরি স্বর্ণ ছিনতাই, আসামি যুবদল নেতা «» পুলিশবেশে ডাকাতির প্রস্তুতিকালে জনতার হাতে আটক ছয় «» দেশের বিরোদ্ধে সকল ষড়যন্ত্র ছাত্র-জনতা প্রতিহত করবে, ইনশাল্লাহ: আল্লামা মামুনুল হক «» ছাতকে প্রবাসীদের অর্থায়নে সড়ক সংস্কার কাজ শুরু করলো গ্রামবাসী «» জগন্নাথপুরে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার





জগন্নাথপুরে মসজিদকে কেন্দ্র করে আধিপত্য বিস্তারে সংঘর্ষে আহত- ৫

ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে মসজিদকে কেন্দ্র করে আধিপত্য বিস্তারে দুই পক্ষের
সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় হাফিজ তারিকুল ইসলামকে (২৭) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার সকাল ৯ টায় পৌর এলাকার হরিহরপুর জামে মসজিদের সামনে রাস্তায়।

 

জানাযায়, হরিহরপুর জামে মসজিদের মোতাওয়াল্লী যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির ও একই গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে মুহিত মিয়ার লোকজনের সাথে মসজিদের বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল। শনিবার সকালে মুহিত মিয়াসহ তার লোকজন মসজিদের খালি জায়গায় লেট্রিন তৈরী করতে গেলে মসজিদের মোতাওয়াল্লী আব্দুল কাদিরসহ এলাকার লোকজন বাধা নিষেধ করলে বাক বিতন্ডার এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে  দেশীয় অস্রের আঘাতে ৫জন আহত হন।

 

আহতরা হলেন আব্দুল কাদির, মাওলানা রুহুল ইসলাম, আব্দুল আহাদ উসামা, মুজাহিদ ইসলাম। এদের মধ্যে গুরুতর আহত হাফিজ তারিকুল ইসলামকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

এঘটনায় যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির বাদী হয়ে মুহিত মিয়াকে প্রধান আসামী করে জগন্নাথপুর থানা মামলা দায়ের করেন। মামলা নং ১০।

 

মাওলানা রুহুল ইসলাম জানান, হরিহরপুর মাদরাসা ও মসজিদের প্রতিষ্ঠাতা মরহুম মুন্সী আব্দুর রশীদ। তিনির মৃত্যুর পর তার পুত্র মৌলভী আব্দুল কাশেম এলাবাসীকে নিয়ে মাদরাসা ও মসজিদ পরিচালনা করে আসছেন। প্রতিপক্ষ মুহিত মিয়াসহ তার লোকজন মসজিদ ও মাদরাসায় আধিপত্য বিস্তার করতে মরিয়া হয়ে উঠেছে। এনিয়ে  আলেম উলামা ও এলাকার লোকজনসহ উভয় পক্ষের একাধিকবার বৈঠকে বিষয়টি নিস্পত্তি হয়। তারপরও মুহিত মিয়ার লোকজন জোরপূর্বক মসজিদের খালি যায়গায় লেট্রিন তৈরী করতে গেলে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ