আজ, , ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ

সংবাদ শিরোনাম :
«» স্কুলছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, আটক ৩ «» ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জড়িতদের খুঁজতে সহযোগিতা করুন: প্রধানমন্ত্রী «» ৭টি চোরাই সিএনজি অটোরিকশা উদ্ধার, আটক ৭ «» যুক্তরাজ্যে সিলেটি বংশোদ্ভূত আপসানা বেগমসহ ৭ ব্রিটিশ এমপি বহিষ্কার! «» স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষা ১১ আগস্টের পর «» জগন্নাথপুরে ছাত্রলীগ থেকে যারা পদত্যাগ করলেন «» শান্তিগঞ্জে কোটা সংস্কার আন্দোলনে উত্তাল রাজপথ, ঘন্টাব্যাপী সড়ক যোগাযোগ বন্ধ «» ইউপি চেয়ারম্যান আমির হোসেন রেজার প্রতি অনাস্থা জ্ঞাপন করলেন পরিষদের ১১ মেম্বার «» সুনামগঞ্জে কোটা সংস্কারের সমর্থনে বিক্ষোভ, গ্রেফতার ১ «» সিলেটে এইচএসসি পরীক্ষা স্থগিত





জগন্নাথপুরে সৈয়দা শফিয়া খাতুন মেধা বৃত্তির পুরস্কার বিতরণ সম্পন্ন

ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে সৈয়দা শফিয়া খাতুন মেধাবৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্তদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। উপজেলার সৈয়দপুরে আব্দুর রউফ ফাউন্ডেশন ইউকের পক্ষ থেকে সৈয়দা শফিয়া খাতুন মেধাবৃত্তি বিতরণ শনিবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে সৈয়দপুর (গোয়ালগাঁও) সৈয়দ শাহ সামসুদ্দিন (রহঃ) আইডিয়াল শিশু স্কুলের মাঠে অনুষ্ঠিত হয়। আয়োজিত মেধাবৃত্তি বিতরণী অনুষ্ঠান আব্দুর রউফ ফাউন্ডেশনের অন্যতম পরিচালক মাওলানা আব্দুর রউফের বড় ছেলে মাওলানা সিদ্দিক আহমদ হাছনুর সভাপতিত্ব ও সৈয়দা শফিয়া খাতুন মেধাবৃত্তির পরিচালক মোঃ সাবিকুল ইসলাম হৃদয় এর পরিচালনায় অনুষ্ঠিত বৃত্তি বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ আবুল হাসান,

 

 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সৈয়দপুর সৈয়দিয়া শামছিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ হাফিজ মাওলানা ড. সৈয়দ রেজওয়ান আহমদ, আব্দুর রউফ ফাউন্ডেশন ইউকের অন্যতম পরিচালক যুক্তরাজ্য প্রবাসী সাবির আহমদ মজনু, যুক্তরাজ্য প্রবাসী লন্ডন কলেজের অধ্যাপক সুজা উল্লাহ তালহা, আব্দুর রউফ ফাউন্ডেশন ইউকের অন্যতম পরিচালক নূর আহমদ কিনু, যুক্তরাজ্য প্রবাসী সৈয়দ কবির আহমদ, যুক্তরাজ্য প্রবাসী সৈয়দ শাহ সামসুদ্দিন (রহঃ) আইডিয়াল স্কুলের অন্যতম ডাইরেক্টর শাহ আজম কোরেশী, সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, আওয়ামী লীগ নেতা জিয়াউল হক জিয়া,

 

ইসহাকপুর স্কুলের প্রধান শিক্ষক রুহুল আমিন, মুফতি সৈয়দ শামিম আহমদ, মাওলানা সৈয়দ আলী আহমদ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন আব্দুর রউফ ফাউন্ডেশন অন্যতম পরিচালক হাফিজ মাওলানা শায়খ আলী আহমদ। পবিত্র কোরআন তেলাওয়াত করেন সাফুয়ান আহমদ যুবাইদি। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের মাঝে সনদপত্র ও নগদ ৫ হাজার টাকা করে এবং বৃত্তিতে অংশ নেওয়া বাকী ৫০জনকে বিশেষ পুরস্কার সনদপত্র প্রদান করা হয়।

 

 

 

উল্লেখ্য, উপজেলার সৈয়দপুর (নোয়াপাড়া) গ্রামের বাসিন্দা, সৈয়দপুর দারুল হাদিস মাদ্রাসার শিক্ষক মরহুম মাওলানা আব্দুর রউফ (ছাতকী হুজুরের) নামে তাহার পরিবারের পক্ষ থেকে গঠিত “আব্দুর রউফ ফাউন্ডেশন” (ইউকের) পক্ষ থেকে মরহুমের ছোট ছেলে যুক্তরাজ্য প্রবাসী, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ওলি আহমদ (রুনু) কর্তৃক পরিচালিত সৈয়দা শফিয়া খাতুন মেধাবৃত্তি’র এটা ২য় আয়োজন।

 

এখানে ক্লিক করে শেয়ার করুণ