আজ, , ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সংবাদ শিরোনাম :
«» দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ৩০, আহত অর্ধশতাধিক «» জগন্নাথপুরে গরুকে গোসল করাতে গিয়ে যুবক নিখোঁজ «» ছাত্র মজলিস সিলেট জোনের দ্বি-মাসিক জোনাল দায়িত্বশীল সভা অনুষ্ঠিত «» আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ২৫ «» শিক্ষা ব্যবস্থার মধ্যে নৈতিক শিক্ষার খুবই অভাব- ছাত্র মজলিস «» বাস থেকে নামিয়ে ৬৫ ভরি স্বর্ণ ছিনতাই, আসামি যুবদল নেতা «» পুলিশবেশে ডাকাতির প্রস্তুতিকালে জনতার হাতে আটক ছয় «» দেশের বিরোদ্ধে সকল ষড়যন্ত্র ছাত্র-জনতা প্রতিহত করবে, ইনশাল্লাহ: আল্লামা মামুনুল হক «» ছাতকে প্রবাসীদের অর্থায়নে সড়ক সংস্কার কাজ শুরু করলো গ্রামবাসী «» জগন্নাথপুরে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার





সুনামগঞ্জে বিশ্ব মৃত্তিকা দিবস পালিত

সুনামগঞ্জ প্রতিনিধি :: ‘মাটি ও পানি: জীবনের উৎস’ এই প্রতিপাদ্য নিয়ে সুনামগঞ্জে “বিশ্ব মৃত্তিকা দিবস ২০২৩” উদযাপিত হয়েছে। মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইন্সষ্টিটিউট ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালী বের করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরীর সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজাউল করিমের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে মৃত্তিকা ব্যবস্থাপনায় মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইন্সষ্টিটিউট এর ভূমিকা ও মৃত্তিকা দিবসের গুরুত্ব তুলে ধরতে একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। মূল প্রবন্ধ উপস্থাপনা করেন মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইন্সষ্টিটিউট, সিলেট বিভাগীয় কার্যালয়ের বৈজ্ঞানিক কর্মকর্তা দীপ্ত চক্রবর্ত্তী। তিনি বলেন- কৃষিতে উৎপাদনশীলতা বৃদ্ধি তথা খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতে মৃত্তিকা সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা জরুরী। সভায় বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিমল চন্দ্র সোম, বিনা উপকেন্দ্র-এর উর্ধ্বতন কর্মকর্তা বৈজ্ঞানিক কর্মকর্তা নুরুন-নবী মজুমদার সহ কৃষি মন্ত্রণালয়ের আওতাভূক্ত বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ। সভায় উপস্থিত ছিলেন বিএডিসির সহকারী প্রকৌশলী হোসনে আর রাফি, জেলা তথ্য কর্মকর্তার কার্যালয়ের প্রতিনিধি, জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের প্রতিনিধি, উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ, বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস এর জেলা প্রতিনিধি সুনামগঞ্জ প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক বাউল আল-হেলাল, সুনামগঞ্জ প্রেস ক্লাবের সিনিয়র সদস্য দৈনিক সংবাদ প্রতিদিন এর জেলা প্রতিনিধি রাজু আহমেদ রমজান সহ কৃষি ও অন্যান্য সেক্টরের বিভিন্ন কর্মকর্তা, কৃষক ও কৃষি সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে বক্তারা মাটির স্বাস্থ্য সুরক্ষায় সর্বস্তরে সচেতনতা বৃদ্ধি ও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উপর গুরুত্বারোপ করেন।
বার্তা প্রেরক—আল হেলাল সুনামগঞ্জ মোবাইল-০১৭১৬-২৬৩০৪৮

এখানে ক্লিক করে শেয়ার করুণ