বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগরীর মদন মোহন কলেজ শাখার উদ্যোগে রোববার স্থানীয় কার্যালয়ে সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথি ও নির্বাচন কমিশনার হিসাবে উপস্থিত থেকে শাখা পুর্নগঠন করেন সংগঠনের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি লিটন আহমদ জুম্মান। সমাবেশে ২০২৩-২৪ সেশনের জন্য সভাপতি নির্বাচিত হন মিসবাহ আহমদ জয়, সেক্রেটারি মিজানুর রহমান, বায়তুলমাল ও ছাত্রকল্যাণ সম্পাদক সালমান হোসেন, ক্যাম্পাস সম্পাদক শাহরিয়ার আলম শাকির, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক রাজু আহমদ। নব-নির্বাচিত সভাপতি মিসবাহ আহমদ জয় এর সভাপতিত্বে ও মনোনীত সেক্রেটারি মিজানুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সমাপনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি লিটন আহমদ জুম্মান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ক্যাম্পাস সম্পাদক মুহাম্মাদ শামীম প্রমুখ। বিজ্ঞপ্তি
ছাত্র মজলিস মদন মোহন কলেজ শাখা পুর্নগঠন সম্পন্ন
২০ নভেম্বর ২০২৩, ২:০২ অপরাহ্ন |
পোস্টটি ২০৭ বার পড়া হয়েছে