আজ, , ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সংবাদ শিরোনাম :
«» দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ৩০, আহত অর্ধশতাধিক «» জগন্নাথপুরে গরুকে গোসল করাতে গিয়ে যুবক নিখোঁজ «» ছাত্র মজলিস সিলেট জোনের দ্বি-মাসিক জোনাল দায়িত্বশীল সভা অনুষ্ঠিত «» আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ২৫ «» শিক্ষা ব্যবস্থার মধ্যে নৈতিক শিক্ষার খুবই অভাব- ছাত্র মজলিস «» বাস থেকে নামিয়ে ৬৫ ভরি স্বর্ণ ছিনতাই, আসামি যুবদল নেতা «» পুলিশবেশে ডাকাতির প্রস্তুতিকালে জনতার হাতে আটক ছয় «» দেশের বিরোদ্ধে সকল ষড়যন্ত্র ছাত্র-জনতা প্রতিহত করবে, ইনশাল্লাহ: আল্লামা মামুনুল হক «» ছাতকে প্রবাসীদের অর্থায়নে সড়ক সংস্কার কাজ শুরু করলো গ্রামবাসী «» জগন্নাথপুরে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার





যুক্তরাজ্যের ভিসা দেওয়ার নামে প্রতারণা

ডেস্ক রিপোর্ট :: ফেসবুক পরিচয়ে যুক্তরাজ্যের ভিজিট ভিসা পাইয়ে দেওয়ার কথা বলে সিলেটের এক ব্যক্তি প্রতারণার স্বীকার হয়েছেন। ভিসা পাওয়ার আশ্বাসে ভুক্তভোগীর কাছ থেকে দুই লাখ টাকা হাতিয়ে নেন যুক্তরাজ্যের ইরা খাতুন নামের এক নারী ও নুরুজ্জামান নামের এক ব্যক্তি। ভুক্তভোগী ব্যক্তি সিলেট নগরীর শেখঘাটের শুভেচ্ছা ৪০৭ নম্বর বাসার মো. মোক্তার উদ্দিন। তিনি এ ব্যাপারে সিলেট কোতোয়ালী মডেল থানায় বৃহস্পতিবার (১৬ নভেম্বর) একটি সাধারণ ডায়েরি করেছেন। সাধারণ ডায়েরি সুত্রে জানা গেছে, যুক্তরাজ্যে বসবাসরত ইরা খাতুন নামের এক নারী ও নুরুজ্জামানের সাথে ফেসবুকে পরিচয় হয় মো. মোক্তার উদ্দিনের। যুক্তরাজ্যে বসবাসরত ওই নারী ও পুরুষ মোক্তারের সপরিবারকে যুক্তরাজ্যের ভিজিট ভিসা পাইয়ে দেওয়ার কথা বলে। তারা সময় নেয় এক মাস। এরমধ্যে তাদের হোয়াটসআপে +৪৪৭৪২৪৩৭১৫৭৩ ও +৪৪৭৩৭৮৮৮৩৬৪৮ নম্বরে কথাও হয় মোক্তারের। ভিসার জন্য চুক্তি হয় ১০ লাখ টাকা। চুক্তি অনুযায়ী মোক্তার বিবাদীদের দেশের তিনটি একাউন্টে (জনতা ব্যাংক হিসাব নং ০২৩৩৫৩৯৮৯৩ ছেষট্টি হাজার, ইবিএল এর হিসাব নং ১০৮১৪৪০২৩৬৬৩০-এ পঞ্চাশ হাজার, বিকাশ ০১৮৫৭৮৮২১০১ নাম্বারে পঁচিশ হাজার এবং আরে একটি একাউন্টে ৫৯ হাজার মিলিয়ে) মোট দুই লাখ টাকা নেন। এক মাসের মধ্যে ভিসা না হওয়ায় মোক্তার টাকা ফেরত চাইলে বিবাদীদ্বয় সময়ক্ষেপণ করে। গত ২৬ সেপ্টেম্বর রাত আনুমানিক ১২টায় বিবাদীর হোয়াটসআপ নাম্বারে (+৪৪৭৩৭৮৮৮৩৬৪৮) যোগাযোগ করে টাকা ফেরতের কথা বললে উল্টো ভয়ভীতি প্রদর্শন করা হয় বলে ডায়রিতে উল্লেখ করা হয়।

এখানে ক্লিক করে শেয়ার করুণ