আজ, , ১৯শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

সংবাদ শিরোনাম :
«» প্রয়োজনে লাশ তুলে ময়নাতদন্ত হবে, গোপালগঞ্জ ইস্যুতে স্বরাষ্ট্র উপদেষ্টা «» জাতিসংঘের মানবাধিকার কার্যালয় নিয়ে হেফাজতের হুঁশিয়ারি «» মাদ্রাসা টিকে আছে বলেই আমাদের ওপর বিভিন্ন ঝড় ঝাপটা আসে : ধর্ম উপদেষ্টা «» পিআর না বুঝলে রাজনীতি করার দরকার নেই: নুর «» জগন্নাথপুরে বাংলাদেশ খেলাফত মজলিস পাইলগাও ইউনিয়ন শাখার ৩১ সদস্য বিশিষ্ট কমিটি পুনর্গঠন «» জগন্নাথপুর বিএনপি নেতা আখলুল করিমকে যুক্তরাজ্যে সংবর্ধনা «» চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান বিএনপির «» বিশ্বনাথে জমিয়তের মতবিনিময় সভা অনুষ্ঠিত «» নির্বাচনী অনুমতিতে সিলেটবাসীর কাছে দোয়া চাইলেন আরিফুল হক «» পরিত্যক্ত বাঁশ ঝাড়ের নিচ থেকে নবজাতক শিশু উদ্ধার





বিশ্বনাথের দুর্ধর্ষ মকরম ডাকাত চট্টগ্রাম থেকে গ্রেফতার

বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে একাধিক ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত ফেরারি আসামি ও ডাকাত সর্দার মকরম আলীকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সে উপজেলার লামাকাজি ইউনিয়নের দুর্লভপুর গ্রামের ইর্শাদ আলীর ছেলে।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে থানার ওসি গাজী আতাউর রহমানের দিকনির্দেশনায় ও থানার উপ পরিদর্শক (এসআই) বিনয় ভূষণ চক্রবর্তী ও শাহপরান মোল্লার নেতৃত্বে চট্টগ্রাম মহানগর এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্র জানায়, মকরম আন্তঃজেলা ডাকাত সর্দার। সে একাধিক ডাকাত বাহিনীর নিয়ন্ত্রক। এসব বাহিনীর মাধ্যমে সে জেলার বিভিন্ন এলাকায় ডাকাতি করে আসছিল। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতিসহ বিভিন্ন মামলায় ৭টি ওয়ারেন্ট রয়েছে। মামলার হুলিয়া নিয়ে কৌশলে পালিয়ে বেড়াচ্ছিল এ ডাকাত সর্দার।

এ বিষয়ে কথা হলে থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান বলেন, দীর্ঘ দিন পলাতক থাকা কুখ্যাত মকরম ডাকাতকে গ্রেফতারে পুলিশের ধারাবাহিক অভিযান ছিল। অবশেষে গেল রাতে চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকা থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। আজ রবিবার দুপুরে তাকে সিলেট আদালতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।

এখানে ক্লিক করে শেয়ার করুণ