আজ, , ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সংবাদ শিরোনাম :
«» দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ৩০, আহত অর্ধশতাধিক «» জগন্নাথপুরে গরুকে গোসল করাতে গিয়ে যুবক নিখোঁজ «» ছাত্র মজলিস সিলেট জোনের দ্বি-মাসিক জোনাল দায়িত্বশীল সভা অনুষ্ঠিত «» আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ২৫ «» শিক্ষা ব্যবস্থার মধ্যে নৈতিক শিক্ষার খুবই অভাব- ছাত্র মজলিস «» বাস থেকে নামিয়ে ৬৫ ভরি স্বর্ণ ছিনতাই, আসামি যুবদল নেতা «» পুলিশবেশে ডাকাতির প্রস্তুতিকালে জনতার হাতে আটক ছয় «» দেশের বিরোদ্ধে সকল ষড়যন্ত্র ছাত্র-জনতা প্রতিহত করবে, ইনশাল্লাহ: আল্লামা মামুনুল হক «» ছাতকে প্রবাসীদের অর্থায়নে সড়ক সংস্কার কাজ শুরু করলো গ্রামবাসী «» জগন্নাথপুরে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার





বিশ্বনাথ সরকারি কলেজের বিতর্কিত প্রভাষক শংকু রাণীর ব্যাপারে করণীয় শীর্ষক বিশেষ সভা

বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথ সরকারি কলেজের বিতর্কিত প্রভাষক শংকু রাণী সরকারের কর্মকান্ডের ব্যাপারে করণীয় শীর্ষক এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ মে) দুপুরে কলেজের শিক্ষক মিলনায়তনে সভাটি অনুষ্ঠিত হয়।

নিয়োগের পর থেকে নানান আলোচনা-সমালোচনার জন্ম দেওয়া বিতর্কিত প্রভাষক শংকু রাণী সরকারের বিতর্কিত সব কর্মকান্ডে দীর্ঘদিন ধরে কলেজে চলছে অচলাবস্থা, আর ওই অচলাবস্থা থেকে কলেজকে রক্ষা করার লক্ষেই-এ বিশেষ সভাটি অনুষ্ঠিত হয়।

শংকু রাণী সরকারের বিতর্কিত সব লঙ্কাকান্ডে অতিষ্ঠ হয়ে তার (শংকু) অপসারণের দাবীতে বিগত সময়ে কলেজ ক্যাম্পাসে টানা আন্দোলন করেছেন কলেজের সর্বস্থরের শিক্ষার্থীরা।

তথাপি শংকু রাণীর বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহন না করায় শিক্ষার্থীরা আবারও নিজেদের কর্মসূচি শুরু করতে পারেন বলে আশঙ্কা রয়েছে। ইতিমধ্যে বিতর্কিত ওই প্রভাষক শংকু রাণী সরকার মিথ্যা ঘটনায় ‘উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি, উপজেলা ছাত্রলীগের সভাপতি ও কলেজের অধ্যক্ষ, প্রভাষক, শিক্ষার্থী’র নাম উল্লেখ করে একাধিক মামলা দায়ের করে উপজেলাজুড়ে বিতর্কের জন্ম দিয়েছেন।

সভায় বক্তারা বলেন, কলেজের প্রভাষক হওয়া সত্তে¡ও ইতিমধ্যে ওই বিতর্কিত শংকু রাণী সরকার নিজেকে কখনও ভ‚য়া আইনজীবি, কখনও ভ‚য়া সাংবাদিক পরিচয় দিয়ে অপকর্ম করতে গিয়ে অনেক স্থানে হাতে-নাতে ধরা পড়ে কলেজের সুনাম নষ্ট করেছেন।

কলেজের কাজে সচিবালয়ে অবস্থান করা তারই সহকর্মী প্রভাষককে কলেজে অবস্থান দেখিয়ে শীলতাহানীর মামলা করে নিজের বেহায়াপনার পরিচয় দিয়েছেন। শংকু রাণীর এসব বেপরোয়া আচরণে তার (শংকু) নিজ কর্মস্থল বিশ্বনাথ সরকারি কলেজের প্রভাষক-শিক্ষাথীসহ এলাকাবাসীও আজ ক্ষুব্ধ হয়ে উঠেছেন।

তাই কলেজকে টিকেয়ে রাখার জন্য বিতর্কিত প্রভাষক শংকু রাণী সরকারকে ‘বিশ্বনাথ সরকারি কলেজ’ থেকে অপসারণ করা এখন সময়ের দাবীতে রূপান্তরিত হয়েছে। আর তা না হলে সম্মান নিয়ে কলেজে শিক্ষা দিতেও পারবেন না, নিতেও পারবেন না।

বিশ্বনাথ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মানিক মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও স্থানীয় সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ পৌরসভার মেয়র মুহিবুর রহমান, ৩নং ওয়ার্ডে কাউন্সিলর মোহাম্মদ সুমন, থানার পরিদর্শক (তদন্ত) আব্দুস সালাম, বিশ্বনাথ সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ এনামুল হক, তাপসী চক্রবর্তী লিপি, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন, শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, বিশ্বনাথ প্রেস ক্লাবের সভাপতি তজম্মুল আলী রাজু, সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু। সভায় বক্তব্য রাখেন বিশ্বনাথ সরকারি কলেজের প্রভাষক রোকেয়া বেগম শেলি, আব্দুস সহিদ, শরীফ উদ্দিন, শিক্ষার্থী সিরাজুল ইসলাম রুকন।

এসময় সভায় উপস্থিত ছিলেন বিশ্বনাথ পৌরসভার প্যানেল মেয়র রফিক হাসান, বিশ্বনাথ সরকারি কলেজের শিক্ষক বনানী চক্রবর্তী, গোলাম মোস্তফা, সুহাদ উজ্জামান চৌধুরী, অঞ্জু আচার্য্য, উম্মে শেফা, মোহাম্মদ রোকনুজ্জামান, শিপা চক্রবর্তী, শিরিন আক্তার, মাহমুদা বেগম, রাশেদুল হক, লিটন রঞ্জন দে, দীপা চৌধুরী, গিয়াস উদ্দিন, ফরিদা ইয়াসমিন, শহিদুল ইসলাম, শাহিন আলম, উমা দে, দুলাল আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সহ প্রচার সম্পাদক শাখাওয়াত হোসেন, পৌর মেয়রের পিএস জাহেদ আহমদ সুমন, পৌর আওয়ামী লীগের সদস্য রাজু আহমদ খান, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ আহমদ, ছাত্রলীগ নেতা জাকির হোসেন মামুন, আবিদুর রহমান আবিদ, শিপন আহমদ প্রমুখ নেতৃবৃন্দ।

এখানে ক্লিক করে শেয়ার করুণ