আজ, , ১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

সংবাদ শিরোনাম :





জগন্নাথপুর সৈয়দপুরে জামাল হত্যার অভিযোগে একজন গ্রেফতার

ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে সৈয়দ জামাল মিয়া নিহতের ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। সহকারী পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) শুভাশীষ ধরের সার্বিক সহযোগিতায়, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমানের নির্দেশে থানার সেকেন্ড অফিসার এসআই জিন্নাতুল ইসলাম তালুকদার, এসআই সাব্বির আহসান, এসআই- আঃ ছাত্তারসহ একদল পুলিশ বিশেষ অভিযান চালিয়ে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা থানা এলাকা থেকে সৈয়দ জামাল মিয়া নিহতের ঘটনায় জড়িত সন্দেহে সৈয়দ জুম্মান আহমদকে আটক করা হয়। সে উপজেলার সৈয়দপুর (গোয়ালগাঁও) গ্রামের সৈয়দ বাদশা মিয়ার ছেলে। গ্রেফতারকৃত আসামি সৈয়দ জুম্মান আহমদকে আজ রোববার (৭ মে) সুনামগঞ্জ বিজ্ঞ আদালতের মাধ্যমে ৭ দিনের রিমান্ড আবেদনসহ জেল হাজতে প্রেরন করা হয়েছে।

 

উল্লেখ্য, সৈয়দপুর (ইশানকোনা) গ্রামে শুক্রবার (২৮ এপ্রিল) রাত প্রায় ৯টার দিকে দুপক্ষের সংঘর্ষে সৈয়দ জামাল মিয়া গুরুতর আহত হন। তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে রাস্তায় জামাল মিয়ার মৃত্যু হয়। নিহত সৈয়দ জামাল মিয়া ইশানকোনা গ্রামের সৈয়দ আনহার মিয়ার ছেলে। শনিবার (২৯ এপ্রিল) রাত ৭টার দিকে সৈয়দ জামাল মিয়ার জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। সৈয়দ জামাল মিয়ান নিহতের এ ঘটনায় রোববার (৩০ এপ্রিল) রাতে নিহতের ছোট ভাই সৈয়দ হোসাইন আহমদ বাদী হয়ে থানায় ৫জনের নামে একটি অভিযোগ দায়ের করেন। ঘটনার সাথে জড়িত সন্দেহে সৈয়দ জুম্মান আহমদকে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা থানা এলাকা থেকে আটক করে পুলিশ। এ ঘটনার সাথে জড়িত আসামিদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ