আজ, , ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সংবাদ শিরোনাম :





জগন্নাথপুরে বিএনপির প্রতিবাদ সভা অনুষ্টিত

স্টাফ রিপোর্টার :: বাংলাদেশ জাতিয়তাবাদী দল বিএনপি সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার নতুন কমিটি গঠনে অনিয়মের বিরুদ্ধে জগন্নাথপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন অাক্তার গ্রুপের ব্যানারে জগন্নাথপুর কামাল কমিউনিটি সেন্টারে ১৮ ডিসেম্বর রবিবার বিকেল ২ ঘটিকায় জগন্নাথপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক পৌর মেয়র অাক্তারুজ্জামান অাক্তারের সভাপতিত্বে ও উপজেলা বিএনপি নেতা মির্জা অাবুল কাশেম স্বপনের পরিচালনায় অানুষ্টিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা বিএনপির সাবেক অাহবায়ক বিশিষ্ট শিক্ষবীদ লেঃ কর্ণেল অবঃ সৈয়দ অালী অাহমদ, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ সভাপতি অাতাউর রহমান চেয়ারম্যান, সাবেক পৌর বিএনপির সভাপতি হাজি অাবুল হোসেন, জগন্নাথপুর উপজেলা বিএনপির সাবেক সেক্রেটারী লুৎফুর রহমান চৌধুরী, উপজেলা বিএনপি নেতা মাষ্টার অাব্দুল কদ্দুস, সৈয়দ জিতু মিয়া মেম্বার, অাবিবুল বারি অায়হান, শিক্ষক মিজানুর রহমান মিজান, জামিল হোসেন গেদন, সাহেদ অাহমদ, গিয়াস উদ্দিদিন, কাউন্সির তাজিবুর রহমান, নুরুজ্জামান, তকবুর হোসেন, পারভেজ অাহমদ, মামুর অাহমদ, ফারুক মিয়া, অাইনুল ইসলাম, অাংগুর মিয়া, যুবদল নেতা ছায়াদ মিয়া, অাব্দুল হান্নান। উপস্হিত ছিলেন, বিএনপি নেতা সাবেক কাউন্সিল অাকিক মিয়া, হাজি ছায়াদ মিয়া, নানু মিয়া, অালমগীর জিম্মাদার, অাব্দুল গফ্ফার, ছুরত মিয়া, যুবদল নেতা শামিনুর রহমান, রফিক মিয়া, সৈয়দ অাবু বক্কর, সৈয়দ অাজহার, শাহিন মিয়া, ছাত্রদল নেতা শহিদ মিয়া, জাহেদ অাহমদ, অালী হোসেন, শামসুজ্জামান শামীন, শেখ মহসিন অাহমদ, জুবেল মিয়া, অাব্দাল মিয়া, ফয়ছল হোসেন, অাফরোজ অালী, জয়নুল হক, শামীম অাহমদ, অাবুল ফয়েজ, জালাল হোসেন, ফয়সল অাহমদ, সালাহ উদ্দিন, মির্জা তামিম অাহমদ প্রমুখ।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, অামরা জিয়ার সৈনিক, বেগম জিয়ার ও দলের যে কোন নির্দেশ পালন করতে অামরা রাজপথে অাছি এবং তাকব।

এখানে ক্লিক করে শেয়ার করুণ