ডেস্ক রিপোর্ট :: ভারতীয় ইয়ামাহা আর-১৫ মোটরসাইকেলসহ ৩ জনকে গ্রেফতার করেছে সিলেটের জৈন্তাপুর মডেল থানা পুলিশ। শনিবার (১৭ মে) রাত সাড়ে ১২টায় এ অভিযান পরিচালনা করা হয়। জৈন্তাপুর মডেল থানা পুলিশ জানায়- শনিবার (১৭ মে) রাত সাড়ে ১২টায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টহল টিম জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের শেলটেক কোম্পানির গেইটের সম্মুখ থেকে চোরাই ভারতীয় নীল-সাদা রংয়ের একটি আর-১৫ ইয়ামাহ মোটরসাইকেলসহ ৩ জনকে আটক করা হয়। এদিকে, পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাই মোটরসাইকেল বিক্রির সাথে জড়িত আরও ১ জন দৌড়ে পালিয়ে যায়। আটককৃতরা হলেন- ফেনী জেলার দাগনভূঁইয়া উপজেলার কামু পাটুয়ারীবাড়ি সেকান্দারপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে আবদুল্লাহ আল সাবের শান্ত (২৩), ফেনী সদরের মিজানপাড়া গ্রামের ফিরোজ মিয়ার ছেলে ওমর ফারুক (২২) ও জৈন্তাপুর উপজেলার ডৌডিক গ্রামের মৃত আবদুল লতিফের ছেলে আশিকুল ইসলাম (২৫)। গ্রেফতারকৃতরা জিজ্ঞাসাবাদে জানায়, তারা ভারতীয় চোরাই মোটরসাইকেল কেনা-বেচার সাথে জড়িত। অপরদিকে, পুলিশ তাদের ব্যবহৃত আরও ১টি মোটরসাইকেল জব্দ করে। জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘পলাতক ১ জন আসামিসহ মোট ৪ জনকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় তাদের ৩ জনকে গ্রেফতার দেখিয়ে রবিবার সকালে আদালতে সোপর্দ করা হয়। জৈন্তাপুরে চোরাচালান প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’