আজ, , ১৫ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ

সংবাদ শিরোনাম :
«» সিলেট মদন মোহন সরকারি কলেজ হিসাব বিজ্ঞান ক্লাব’র ঈদ পূণর্মিলনী «» ব্যবসায়ীর ৮ লাখ টাকা ছিনতাই : বন্ধুসহ গ্রেফতার ২ «» ড. ইউনূস-তারেক রহমানের বৈঠকে রাজনীতিতে স্বস্তির পরিবেশ ফিরেছে «» মেয়েকে বিয়ে না দেওয়ায় বাবাকে তুলে নিয়ে পিটিয়ে হত্যা «» কোচিংয়ে গিয়ে নিখোঁজ স্কুলছাত্রীর লাশ মিললো খালে «» দিরাইয়ে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের ঈদ পূণর্মিলনী ও মতবিনিময় সভা «» পুলিশের কাছে ভারি ‘মারণাস্ত্র’ থাকবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা «» নববধূর সাজপোশাক পছন্দ না হওয়ায় বরপক্ষকে পিটুনি «» দেশের উদ্দেশে লন্ডন ছাড়লেন প্রধান উপদেষ্টা «» প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগে মামলা দায়ের





বিশ্বনাথে ৫ শতাধিক ব্যক্তি বিনামূল্যে পেলেন চক্ষু চিকিৎসাসেবা

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথে ‘দৌলতপুর ইউনিয়ন এডুকেশন অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র কল্যাণে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা পেয়েছেন ৫ শতাধিক ব্যক্তি। শনিবার (১৭ মে) সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলার দৌলতপুর আদর্শ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজে বার্ডের সার্বিক সহযোগিতায় ও ট্রাস্টের উদ্যোগে আয়োজিত ‘৫ম ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প’ এর মাধ্যমে দৌলতপুর ইউনিয়নের অসহায়-দরিদ্র পরিবারের সদস্যদের বিনামূল্যে ওই চক্ষু চিকিৎসাসেবা প্রদান করা হয়। এ উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের সহযোগী অধ্যাপক ও ফরেনসিক বিভাগের বিভাগীয় প্রধান ডা. শামসুল ইসলাম। ট্রাস্টের বাংলাদেশ পরিচালনা কমিটির সভাপতি মাওলানা লুৎফুর রহমানের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান ও দৌলতপুর ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের মেম্বার শফিক আহমদ পিয়ারের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত আলোচনাসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলার দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, দৌলতপুর ইউনিয়ন এডুকেশন অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের সহকারী ট্রেজারার আব্দুল হামিদ খান সুমেদ, ইসি মেম্বার হানিফ আহমদ খান, ট্রাস্টি শেখ কদর আলী, বার্ডের কর্মকর্তা রেজাউল করিম রেজা, সংগঠক আব্দুল মোমিন কালু। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন মুক্তার আলী, স্বাগত বক্তব্য রাখেন- ট্রাস্টের বাংলাদেশ কমিটির সদস্য হাসানুজ্জামান এবং শেষে দোয়া পরিচালনা করেন মাওলানা লুৎফুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দৌলতপুর ইউনিয়ন এডুকেশন অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের ট্রাস্টি জুনাব আলী, বেলাল আহমদ, রজব আলী রাজু। এসময় অনুষ্ঠানে উপজেলার দৌলতপুর ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের মেম্বার লুৎফুর রহমান, ৮নং ওয়ার্ডের মেম্বার নজরুল ইসলাম আজাদ, সমাজসেবক মকসুদ আহমদ, হাসান মাহমুদ রিপন, আরকান আলী রাজা, জাকির হোসেন ডন, হাসান আহমদ, মিজান উদ্দিন, সাঈদ মিয়া, মারজান আহমদ, মারুফ মিয়া, আবিদ খান, সামাদ খান, আরিফ খান, মিলন মিয়া, আকাশ আহমদ, জাহেদ মিয়া, রুহেল আহমদ, তানবীর আলী, লিলু মিয়া, বাদল বিশ্বাস প্রমুখসহ এলাকার গণ্যমান্য ও বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ক্যাম্পে বিনামূল্যে সেবা গ্রহণকারী ৫ শতাধিক ব্যক্তির মধ্যে ৫০ জনকে বিনামূল্যে চোখের ছানি অপারেশন, ২০০ জনকে বিনামূল্যে চশমা প্রদান ও অন্যান্য সেবা গ্রহণকারীদেরকে বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়।

এখানে ক্লিক করে শেয়ার করুণ