আজ, , ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সংবাদ শিরোনাম :
«» দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ৩০, আহত অর্ধশতাধিক «» জগন্নাথপুরে গরুকে গোসল করাতে গিয়ে যুবক নিখোঁজ «» ছাত্র মজলিস সিলেট জোনের দ্বি-মাসিক জোনাল দায়িত্বশীল সভা অনুষ্ঠিত «» আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ২৫ «» শিক্ষা ব্যবস্থার মধ্যে নৈতিক শিক্ষার খুবই অভাব- ছাত্র মজলিস «» বাস থেকে নামিয়ে ৬৫ ভরি স্বর্ণ ছিনতাই, আসামি যুবদল নেতা «» পুলিশবেশে ডাকাতির প্রস্তুতিকালে জনতার হাতে আটক ছয় «» দেশের বিরোদ্ধে সকল ষড়যন্ত্র ছাত্র-জনতা প্রতিহত করবে, ইনশাল্লাহ: আল্লামা মামুনুল হক «» ছাতকে প্রবাসীদের অর্থায়নে সড়ক সংস্কার কাজ শুরু করলো গ্রামবাসী «» জগন্নাথপুরে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার





সুনামগঞ্জে পল্লী বিদ্যুৎ সমতির কর্মকর্তা কর্মচারীদের কর্মবিরতি পালন

নিজস্ব প্রতিবেদক :: সারা দেশের ন্যায় সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা ও কর্মচারীরা দুই দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন। বৃহস্পতিবার বেলা ১১টায় ওয়েজখালি অফিস প্রাঙ্গণে চতুর্থ দিনের কর্মবিরতিকালে বিক্ষোভও করেন তারা। কর্মসূচিতে অভিন্ন সার্ভিস কোড, নিয়মিত চাকুরীকরণের দাবি জানানো হয়। এছাড়াও তারা পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতির বৈষম্য দূরীকরণ, শুক্র-শনিবার ছুটি, শান্তি বিনোদনসহ অন্যান্য ছুটি, যাতায়াত, ওভার টাইম, টিফিন ভাতা, টিএ/ডিএ সুবিধা, বেতন স্কেল বৃদ্ধি, পদোন্নতি, শিফটিং ডিউটি বাস্তবায়ন চান আন্দোলনকারীরা।
কর্মসূচিতে সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তরের শতাধিক কর্মকর্তা কর্মচারী অংশ নেন।
আন্দোলনকারীরা জানান, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সঙ্গে পল্লী বিদ্যুৎ সমিতির কার্যক্রম এক হলেও বেতন-ভাতা, পদোন্নতি, ছুটি সহ সকল সুযোগ-সুবিধা ব্যতিক্রম। এছাড়া বিভিন্ন সময় এক বছর, তিন বছর এবং নয় বছর চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত কর্মচারীদের স্থায়ী না করায় তাদের মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। নির্ধারিত কর্মঘণ্টা নির্ধারণসহ তাদের দাবি-দাওয়া না মেনে নিলে তারা আরও বৃহৎ আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন।
এসময় বক্তব্য রাখেন শান্তিগঞ্জ সাব-জোনাল অফিসের এজিএম মো. ইয়াসিন মাহমুদ (ওএন্ডএম), বলেন বৈষম্যের প্রতিবাদে আমাদের কর্মসূচি। এই বৈষম্য দূর করতে হবে। নতুবা আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি পালন করে যাব।
এ সময় বক্তব্য রাখেন জগন্নাথপুর সাব-জোনাল অফিসের সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার মো. সাইফুল ইসলাম,বিলিং সুপারভাইজার শিপ্রা রাণী পাল,জুনিয়র ইঞ্জিনিয়ার মো. আব্দুল খালেক,সদর দপ্তর-সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির মিটার রিডার ম্যাচেঞ্জার নাসির উদ্দিন, আব্দুল মালেক, সারফুল ইসলাম, বিল সহকারী (কাজ নাই মুজুরী নাই) মারজিনা বেগম, লাইন টেকনিশিয়ান মুকছুদুল মোমিন,দীল মোহাম্মদ আরীফ, লাইন শ্রমিক মো. আবু সাইদ, লাইনম্যান লেভেল ওয়ান মো. আব্দুর রাহিম প্রমুখ।

এখানে ক্লিক করে শেয়ার করুণ