আজ, , ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সংবাদ শিরোনাম :
«» দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ৩০, আহত অর্ধশতাধিক «» জগন্নাথপুরে গরুকে গোসল করাতে গিয়ে যুবক নিখোঁজ «» ছাত্র মজলিস সিলেট জোনের দ্বি-মাসিক জোনাল দায়িত্বশীল সভা অনুষ্ঠিত «» আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ২৫ «» শিক্ষা ব্যবস্থার মধ্যে নৈতিক শিক্ষার খুবই অভাব- ছাত্র মজলিস «» বাস থেকে নামিয়ে ৬৫ ভরি স্বর্ণ ছিনতাই, আসামি যুবদল নেতা «» পুলিশবেশে ডাকাতির প্রস্তুতিকালে জনতার হাতে আটক ছয় «» দেশের বিরোদ্ধে সকল ষড়যন্ত্র ছাত্র-জনতা প্রতিহত করবে, ইনশাল্লাহ: আল্লামা মামুনুল হক «» ছাতকে প্রবাসীদের অর্থায়নে সড়ক সংস্কার কাজ শুরু করলো গ্রামবাসী «» জগন্নাথপুরে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার





শান্তিগঞ্জে উপজেলা পরিষদের দায়িত্ব নিলেন নব নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানবৃন্দ

নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের শান্তিগঞ্জে উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব নিলেন। একই সাথে পুরনো চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা বিদায় নিলেন। বিদায় ও বরণ অনুষ্ঠানের মধ্যে নিয়েই নতুনের হাতে দায়িত্ব দিয়ে পুরনোরা বিদায় নিলেন। স্মার্ট উপজেলা প্রতিষ্ঠার প্রত্যয় নতুন পরিষদের। পুরনোরা নতুনদের সহযোগীতার আশ্বাস। আজ সোমবার সকাল ১১টায় শান্তিগঞ্জ উপজেলা পরিষদের ঝিলমিল অডিটরিয়ামে, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের আয়োজনে, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহার সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম রাব্বানী চৌধুরী ও রথপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশীষ চক্রবর্তীর যৌথ পরিচালনায় পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানণের বিদায় ও বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের বিদায়ী চেয়ারম্যান ফারুক আহমেদ, নবনির্বাচিত চেয়ারম্যান অর্থনীতিবিদ সাদাত মান্নান অভি, বিদায়ী ভাইস চেয়ারম্যান নুর হোসেন, নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মোশাররফ হোসেন জাকির, বিদায়ী মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. রফিকা মহির, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিতাংশু শেখর ধর, উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ সভাপতি হাজী তহুর আলী, সহ সভাপতি মাও. আব্দুল কাইয়ূম, সাধারণ সম্পাদক হাসনাত হোসেন, উপজেলা প্রকৌশলী আল নুর তারেক, মুক্তিযোদ্ধা অধীর চন্দ্র দাস, জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, পাথারিয়া ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম, শিমুলবাক ইউপি চেয়ারম্যান শাহিনুর রহমান শাহিন, পশ্চিম বীরগাঁও ইউপি চেয়ারম্যান লুৎফুর রহমান জায়গীরদার খোকন, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী মো. জমিরুল ইসলাম মমতাজ।

 

এ সময় উপস্থিত ছিলেন, শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মোক্তাদির হোসেন, উপজেলা কৃষক লীগের আহ্বায়ক ফয়জুর রহমান, পূর্ব পাগলা ইউপি চেয়ারম্যান মাসুক মিয়া, পূর্ব বীরগাঁও ইউপি চেয়ারম্যান রাইজুল ইসলাম, দরগাপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান মনির উদ্দিন, পাথারিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোস্তফা মিয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, মাসুক মিয়া, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পদক সোহেল তালুকদার, সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমেদ, অর্থ সম্পাদক ইয়াকুব শাহরিয়ার, পাথারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর আলম, ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি দিলন আহমেদ, সাধারণ সম্পাদক নাঈম আহমেদ সহ প্রমূখ।

এখানে ক্লিক করে শেয়ার করুণ