ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে পবিত্র মাহে রমজানে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে তিন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। আজ রোববার (২ মার্চ) দুপুরে জগন্নাথপুর বাজারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াদ বিন ইব্রাহিম ভূঞা’র নেতৃত্বে অভিযান চালিয়ে মূল্যতালিকা না থাকায় ৩ ব্যবসায়ীকে মোট ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও বাজারের মুদী দোকান ও সবজির বাজার মনিটরিং করা হয়েছে।










