আজ, , ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সংবাদ শিরোনাম :
«» সিলেটে লন্ডন পাঠানোর নামে প্রতারণা মামলায় গ্রেফতার ২ «» জগন্নাথপুরে হালিমা খাতুন এডুকেশন ট্রাস্টের ১৯তম মেধাবৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ «» খেলাফত মজলিসের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দেশবাসীকে শুভেচ্ছা «» স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন «» জামায়াত প্রার্থী শিশির মনিরের বিরুদ্ধে মামলা «» শান্তিগঞ্জে গ্রামীণ সড়কে ১০ কোটি টাকার কাজ: সড়কের কাজে আ’লীগের ইউপি চেয়ারম্যানের থাবা! ১ কোটি টাকা চাঁদা দাবি «» প্রেমের টানে ধর্মান্তর, অতঃপর ইসলামি রীতিতে বিয়ে «» ‘কাজী হতে পারবেন কওমির ডিগ্রিধারীরাও’ «» শান্তিগঞ্জে ইউএনও’কে বিদায় সংবর্ধানা দিয়েছে এলজিইডি «» সিলেটের সমাবেশে ৮ দল আগামীতে দেশের ভাগ্য নির্ধারণ করবে: জামায়াত আমির





জগন্নাথপুরে হালিমা খাতুন এডুকেশন ট্রাস্টের ১৯তম মেধাবৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ

ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রতি বছরের ন্যায় এবারও হালিমা খাতুন এডুকেশন ট্রাস্টের ১৯তম মেধাবৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। ট্রাস্টের সদস্য সচিব সৈয়দপুর সৈয়দিয়া শামছিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ হাফিজ মাওলানা ড. সৈয়দ রেজওয়ান আহমদ রোববার (৭ ডিসেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে ১৯তম মেধাবৃত্তি পরীক্ষার ফলাফল জানান।

হালিমা খাতুন এডুকশেন ট্রাস্টের ১৯তম মেধাবৃত্তি পরীক্ষায় এবার যারা উত্তীর্ণ হয়েছেন নিম্নে তাদের নাম প্রকাশ করা হল।

বিভিন্ন স্কুল থেকে: জগন্নাথপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অনন্যা দাশ সূজা ১ম, সন্ধিপা সূত্রধর ২য়, আহনা সিংহ ৩য়, স্বরূপচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের আবিদ হাসান শেখ ৪র্থ, মির্জা সাইম হাসান ৫ম, এরালিয়া বাজার উচ্চ বিদ্যালয়ের নুসরাত শাহরিন স্বামী ৬ষ্ঠ, ষড়পল্লী উচ্চ বিদ্যসলয় এন্ড কলেজের আব্দুল্লাহ আল মাসহুর মেহরাব ৭ম, আটপাড়া উচ্চ বিদ্যালয়ের মোছাঃ সুমাইয়া তাসনিম ৮ম, মিরপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের সোহাগ মিয়া ৯ম, আব্দুস সোবহান উচ্চ বিদ্যালয়ের সানিয়া বেগম ১০ম, রসুলগঞ্জ একে এম  পাবলিক উচ্চ বিদ্যালয়ের মোছাঃ ফাতেহা চৌধুরী ১১তম, আইডিয়াল গার্লস হাই স্কুল সৈয়দপুরের মোছাঃ নাদিরা জাহান কুরেশি ১২তম, পাটলি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সুমাইয়া আক্তার ইমা ১৩ তম, সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের সৈয়দা ইফা মনোয়ার ১৪ তম, শ্রীরামসি  হাই স্কুল এন্ড কলেজের  আব্দুর রহমান হাসান ১৫তম।

আলীয়া মাদ্রাসা থেকে: আবু বক্কর দাখিল মাদ্রাসার তানিশা বেগম ১ম, জয়দা আরাবিয়া দাখিল মাদ্রাসার মোছাঃ ফাতেমা বেগম ২য়, সৈয়দপুর সৈয়দিয়া শামছিয়া সিনিয়র মাদ্রাসার সৈয়দ ইবাদুর রহমান সোহাগ ৩য়, পীরেরগাঁও সুন্নিয়া দাখিল মাদ্রাসার মোছাঃ বুশরা বেগম ৪র্থ, হলিয়ারপাড়া আলিম মাদ্রাসার তাসলিমা বেগম ৫ম, পাটকুড়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার আসাদুজ্জামান রুহান ৬ষ্ঠ, কামরাখাই জয়নগর দাখিল মাদ্রাসার ফাহমিদা বেগম ইমা ৭ম, রসুলগঞ্জ বনগাঁও দাখিল মাদ্রাসার তামান্না ইয়াসমিন ৮ম, শাহজালাল জামেয়া দ্বীনিয়া আলিম মাদ্রাসার ইয়ামিন হোসেন ৯ম, পূর্ব-বুধরাইল দাখিল মাদ্রাসার মোছাঃ আরিফা বেগম ১০ম, বাউধরন দারুসসুন্নাহ দাখিল মাদ্রাসার মোছাঃ হালিমা আক্তার ১১তম, হবিবপুর কেশবপুর ফাজিল মাদ্রাসার রুহামা আক্তার লিজা ১২তম, ইকড়ছই জামেয়া হাফিজিয়া আলিম মাদ্রাসার আদনান হাবিব আহবাব ১৩ম, রসূলগঞ্জ হাফিজিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার মোছাঃ সাদিয়া খানম মিলি ১৪তম, ছিলাউড়া দারুসসুন্নাহ হাফিজিয়া আলিম মাদ্রাসার মোঃ লাল মিয়া ১৫তম।

কওমী মাদ্রাসা থেকে: সৈয়দপুর হাফিজিয়া হুসাইনিয়া দারুল হাদিস মাদ্রাসার মোঃ জাকির হোসেন ১ম, জালালপুর কাসেমুল উলুম মাদ্রাসার মোঃ আজহারুল ইসলাম ২য়, মোঃ ফখর উদ্দিন ৩য়, সৈয়দপুর হাফিজিয়া হুসাইনিয়া দারুল হাদিস মাদ্রাসার মোঃ হোসাইন কবির ৪র্থ, শাহারপাড়া শাহ কামাল ইসলামিয়া মাদ্রাসার হাফেজ মুস্তাফিজ ৫ম, মোঃ ইসমাইল ৬ষ্ঠ, মুজাহিরুল উলুম ইসলামিয়া আরাবিয়া মাদ্রাসার সাইফ আহমদ ৭ম, সাইদ হক ৮ম, জামেয়া ইসলামিয়া দারুল উলুম ভবের বাজার মাদ্রাসার মোজাহিদুল ইসলাম ৯ম স্থান অধিকার করেছেন।

উল্লখ্যে, জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর (ইশানকোনা) গ্রামের যুক্তরাজ্য প্রবাসী, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী হুমায়ুন কবির ফুজেল কর্তৃক ২০০৫ সালে তার মায়ের নামে প্রতিষ্ঠিত করেন হালিমা খাতুন এডুকশেন ট্রাস্ট। এ ট্রাস্টের পক্ষ থেকে প্রতি বছর উপজেলার মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি, নগদ অর্থ ও সনদ বিতরন করা হয়।

এখানে ক্লিক করে শেয়ার করুণ