ডেস্ক রিপোর্ট :: নানা জল্পনা-কল্পনার পর সিলেট-৩ আসনে জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী হিসেবে হাফিজ মাওলানা মুসলেহ উদ্দিন রাজুর নাম ঘোষণা করা হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে বালাগঞ্জে উলামা-সুধী সমাবেশে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক তার দলের পক্ষ থেকে এ ঘোষণা করেন। বাংলাদেশ কওমী মাদ্রাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসুল আরাবিয়ার সহ-সভাপতি ও গহরপুর মাদরাসার মুহতামিম হাফিজ মাওলানা মুসলেহ উদ্দিন রাজুর প্রার্থীতার বিষয়ে সম্প্রতি এলাকায় নানা গুঞ্জন চলছিল। আজকের এ ঘোষণার পর সিলেট-৩ আসনে বিশেষ করে বালাগঞ্জের রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার ঢেউ উঠেছে। এর আগে বাংলাদেশ খেলাফত মজলিস থেকে সংগঠনের সিলেট জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি ও জামিয়া ইসলামিয়া হোসাইনিয়া গহরপুর মাদরাসার মুহাদ্দিস মাওলানা আব্দুল কাইয়ুম হাজীপুরীকে সিলেট-৩ আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছিল।
উলামা-সুধী সমাবেশে যোগদানের উদ্দেশ্যে আল্লামা মামুনুল হক দুপুর দেড়টার দিকে জামিয়া ইসলামিয়া হোসাইনিয়া গহরপুর মাদরাসায় আগমন করেন। এর আগে দক্ষিণ সুরমার চন্ডিপুল থেকে তাকে মোটর শোভাযাত্রা সহকারে নিয়ে আসা হয়। গহরপুর মাদরাসা মাঠে সমাবেশে উপস্থিত শত শত জনতার সামনে আল্লামা মামুনুল হক হাফিজ মাওলানা মুসলেহ উদ্দিন রাজুকে বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে সিলেট-৩ আসনে রিক্সা প্রতীকে সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দেন। সমাবেশে সভাপতিত্ব করেন হাফিজ মাওলানা মুসলেহ উদ্দিন রাজু। সভাপতির বক্তৃতাকালে তিনি বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী হিসেবে সিলেট-৩ আসনের সর্বস্তরের নাগরিকদের দোয়া এবং সহযোগিতা কামনা করেন। সমাবেশে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয়, জেলা এবং স্থানীয় নেতৃবৃন্দ বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন।










