jagannathpurpotrika-latest news

আজ, , ৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সংবাদ শিরোনাম :
«» যুক্তরাজ্যের ভিসা সহজ হচ্ছে বাংলাদেশিদের জন্য ! «» চেয়ারম্যান পদে বাবা-ছেলে ভোট যুদ্ধে মাঠে «» জগন্নাথপুরে বিরোধীয় ভূমি পরিদর্শনে বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্রের প্রতিনিধি দল «» মসজিদের জায়গা নিয়ে সংঘর্ষে আহত আরেকজনের মৃত্যু «» সৈয়দপুর দরগাহ জামে মসজিদ নির্মাণ- সংস্কারে সমালোচনার অবসান চাই «» সুনামগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত «» সিলেট সদর উপজেলা নির্বাচনে জনপ্রিয়তায় ও ভোটের মাঠে অধ্যক্ষ সুজাত আলী রফিক এগিয়ে «» সুনামগঞ্জে অ্যারাউন্ড দ্যা ভিলেজের গজল প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সংবর্ধনা অনুষ্ঠিত «» শান্তিগঞ্জে উজানীগাঁও বাসস্টেন্ডে উপজেলা সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সাদাত মান্নান অভির পক্ষে মতবিনিময় সভা «» রাস্তা দখল নিয়ে সংঘর্ষে আহত- ৩০



আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন প্রভাষক মাহবুবুর রউফ নয়ন

নিজেস্ব প্রতিবেদক :: যুক্তরাজ্যের ইন্টারন্যাশনাল এ্যাসোসিয়েশন অভ টিচার্স ইংলিশ এজ এ্যা ফরেইন ল্যাঙ্গুয়েজ (আইএটিইএফএল) কর্তৃক আয়োজিত ৫৭ তম ইংলিশ ল্যাঙ্গুয়েজ কনফারেন্সে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন সু ইংলিশ টির্চাস অভ বাংলাদেশ অভারসিজ শাখার কো-অর্ডিনেটর মাহবুবুর রউফ নয়ন। নয়ন সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার উজানীগাঁও গ্রামের বাসিন্দা ও বরেণ্য শিক্ষাবিদ আবদুর রউফ ও জাহানারা রউফ (রত্নগর্ভা মা) এর পুত্র। সোমবার (১৫ এপ্রিল) স্থানীয় সময় সকাল ৯টায় এ সম্মেলনে অংশ নিবেন তিনি। সম্মেলনটি অনুষ্ঠিত হবে যুক্তরাজ্যের ব্রাইটন শহরের কিংস্ রোডের ব্রাইটন সেন্টারে। স্থানীয় সময় বিকাল ৩টায় অবজেক্টিভ ও বেনিফিটস্ অব ইটাব ল্যাঙ্গুয়েজ ক্লাব বাংলাদেশ বিষয়ে ১০ মিনিট বক্তব্য রাখার কথা রয়েছে তার।

প্রভাষক মাহবুবুর রউফ নয়ন জানান, বিশ্বের ১শ’ ২০টি দেশের প্রায় ৪ হাজার ডেলিগেটর্স এ সম্মেলনে অংশ নিবেন। অবজেক্টিভ ও বেনিফিটস্ অব ইটাব ল্যাঙ্গুয়েজ ক্লাব বাংলাদেশ বিষয়ে ১০ মিনিট বক্তব্য রাখবেন তিনি। বাংলাদেশের হয়ে তিনি ও ঢাকার ইউনিভার্সিটি অব এশিয়া পেসিফিকের শিক্ষক ড. জাকিয়া আহমেদও এ সম্মেলনে অংশ নিবেন।

অনুভূতি ব্যক্ত করতে গিয়ে প্রভাষক মাহবুবুর রউফ নয়ন বলেন, আইএটিইএফএল আর্ন্তজাতিক সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পারাটা আমার বিশাল প্রাপ্তি। এ অর্জন সিলেট বাসীর। এ অর্জন বাংলাদেশের। আমি সকলের দোয়া প্রার্থী।

এখানে ক্লিক করে শেয়ার করুণ